জুমবাংলা ডেস্ক: গত চারদিন ধরে জাতীয় পার্টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নিলেও এখন পর্যন্ত ফরম সংগ্রহ করেননি দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও তার পুত্র সাদ এরশাদ।
এ ব্যাপারে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ অসুস্থ। উনি যদি নির্বাচন করতে চান, তাহলে অবশ্যই করবেন। ওনার ছেলেও যদি নির্বাচন করতে চায়, করবেন। এটা নিয়ে তো কোনো দ্বন্দ্ব নেই।
তিনি বলেন, রওশন এরশাদ ৩ দিন আগে আমাকে ফোন করেছিলেন। ওনার এবং ওনার ছেলের মনোনয়ন ফরম নেওয়ার জন্য ব্যক্তিগত সহকারীকে পাঠাবেন বলেছেন। এখনো পাঠাননি। তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্ত্রী ও দলের প্রধান পৃষ্ঠপোষক, তিনি আমাদের প্রধান অগ্রাধিকার। উনি নির্বাচন করলে আমরা খুশি, তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবো। উনি নির্বাচন না করলে ভিন্ন বিষয়। নির্বাচন করবেন না, এমন কিছু এখন পর্যন্ত বলেননি।
জাপা’র মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার গতকাল শেষদিন হলেও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ শুক্রবারও মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
জাপা চেয়ারম্যান জি এম কাদেরের কার্যালয় থেকে জানানো হয়েছে, গত সোমবার থেকে চার দিনে ফরম নিয়েছেন ১ হাজার ৭৩৭ জন মনোনয়নপ্রত্যাশী।
রওশন এরশাদের জন্য ফরম বিক্রির সময় বাড়ানো হয়েছে কিনা– প্রশ্নে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, হরতাল-অবরোধের কারণে অনেকেই ফরম নিতে পারেননি। তাই শুক্রবারও ফরম বিক্রি করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।