
Advertisement
স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারে নভেম্বরের সেরা হবার দৌড়ে নারী ক্রিকেটাদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের নাহিদা আকতার।
বাঁ-হাতি স্পিনার নাহিদার সাথে সংক্ষিপ্ত তালিকায় আরও আছেন পাকিস্তানের আনাম আমিন ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।
নারীদের বিশ্বকাপ বাছাই পর্বের আগে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুন পারফরমেন্স করেন নাহিদা। তিন ম্যাচে- ৪ দশমিক ৮১গড়ে ১১ উইকেট নেন তিনি। । সিরিজের দ্বিতীয় ম্যাচে ২১ রানে নেন ৫ উইকেট। ঐ ম্যাচে ৭২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
পুরুষ ক্রিকেটে নভেম্বর মাসের সেরার লড়াইয়ে আছেন পাকিস্তানের ওপেনার আবিদ আলি, নিউজিল্যান্ড পেসার টিম সাউদি ও অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।