
বিজনেস ডেস্ক : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন আইন ২০১৯ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে এসএমই নীতিমালা ২০১৯ এর খসড়ার অনুমোদন দেয়া হয়েছে। প্রতি বছর ৪ ডিসেম্বর ‘জাতীয় পাট দিবস’ হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বৈঠকে।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
এর আগে সকাল ১০ টায় রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। মন্ত্রিসভার বৈঠকে শুরুতে পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. নঈম সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এছাড়া বৈঠকে বাংলাদেশের নারী ক্রিকেট দল বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়ায় সকল খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।