Advertisement
জুমবাংলা ডেস্ক : সরকারের মন্ত্রী-এমপিদের আয় ব্যয়ের অসঙ্গতি দেখলে তা গণমাধ্যমে তুলে ধরার আহবান জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে সাম্প্রতিক সময়ের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের জানান, বিভিন্ন অপকর্মে জড়িতদের অনেকেই গোয়েন্দা নজরদারিতে আছে।
যুবলীগ নেতা সম্রাট প্রসঙ্গে তিনি বলেন, তার বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে তাকে অবশ্যই গ্রেফতার করা হবে। সেতুমন্ত্রী বলেন, সরকার নিজেদের ঘর থেকেই দুর্নীতিবাজদের শাস্তি দিতে চায়।
সরকারি দল যে শুদ্ধি অভিযান চালাচ্ছে এটা বাংলাদেশে নজিরবিহীন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।