বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর, যিনি শুধু সিনেমা বা সেলিব্রিটি জীবনের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, সামাজিক ও মানবিক ইস্যুতে বরাবরই সরব থাকেন। যারই প্রেক্ষিতে এবার অভিনেত্রী মুখ খুললেন দিল্লির এক মন্দিরে প্রসাদ বিতরণ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি এক পরিষেবকের পক্ষ নিয়ে।
সম্প্রতি ঘটে যাওয়া দিল্লির মন্দির চত্বরেই পরিষেবককে পিটিয়ে খুন করার দৃশ্য দেখে শিউরে উঠেচে ভারতের নেটিজেনরা। প্রসাদ বিতরণকে কেন্দ্র করেও এমন ঘটতে পারে? এমন প্রশ্ন করেই সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর।
যে কোন বিষয় নিয়েই স্পষ্ট মতামত রাখেন স্বরা। যার জন্য বার বার কটাক্ষের শিকারও হন এই অভিনেত্রী। কিন্তু তাও মতামতে রাশ টানতে রাজি নন তিনি। এবার পরিষেবককে পিটিয়ে খুনের মর্মান্তিক ভিডিও সমাজমাধ্যমে ভাগ করে ক্ষোভপ্রকাশ করলেন তিনি।
স্বরা লিখেছেন, এ তো ভয়ঙ্কর ঘটনা! ভারতে পিটিয়ে মারার ঘটনা যেন একটা নিয়ম হয়ে গিয়েছে। দেখে সত্যিই শিউরে উঠছি। অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এই ঘটনাই বলে দেয়, আমাদের সমাজের কী অবস্থা! আমরা দানবে পরিণত হচ্ছি।
প্রসঙ্গত, শুক্রবার ( ৩১ আগস্ট) রাতে এই ভয়ানক ঘটনাটি ঘটে। দিল্লির কালকাজী মন্দিরে ৩৫ বছর বয়সি পরিষেবক যোগেন্দ্র সিংহ প্রসাদ বিতরণ করছিলেন। গত ১৫ বছর ধরে পরিষেবকের কাজ করেছেন যোগেন্দ্র। সেদিন একদল ব্যক্তি একটি নির্দিষ্ট ধরনের প্রসাদ চেয়েছিলেন। কিন্তু সেই প্রসাদটি শেষ হয়ে যাওয়ায় যোগেন্দ্র দিতে পারেননি। তার পরেই পরিষেবকের উপর চড়াও হন অভিযুক্তেরা।
যোগেন্দ্রকে টেনে নিয়ে গিয়ে লাঠি দিয়ে পেটানো হয়। ভিডিওতে সেই দৃশ্য স্পষ্ট। মৃত্যু হয়েছে ওই পরিষেবকের। জানা গেছে, এই ঘটনায় পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।