জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সংসদ সদস্য এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। খবর বাসসের।
আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগের সাবেক এই নেত্রীর অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মমতাজ বেগমের সঙ্গে একসাথে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও ছাত্র রাজনীতি করার স্মৃতিচারণ করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রাক্তন এই সাধারণ সম্পাদক স্বীয় কর্মের মাধ্যমেই মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’
প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অধ্যাপক মমতাজ বেগম শনিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর ধানমন্ডিতে (নর্থ রোড) নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।