মমেকে করোনা উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ময়মনসিংহের তিনজন ও জামালপুরের একজন। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন মহিলা। এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৭১ জনের মৃত্যু হলো। আজ সোমবার (১৮ অক্টোবর) সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালে বর্তমানে আইসিইউতে ৩ জনসহ মোট ৮৭ জন রোগী করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ১৫৮টি নমুনা পরীক্ষায় কোনো করোনা শনাক্ত হয়নি। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৫৮ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৩৯৩ জন।