আন্তর্জাতিক ডেস্ক: মরক্কোর উত্তরাঞ্চলে দাবানলে দগ্ধ হয়ে দুই নারীর মৃত্যু ঘটেছে। এ মাসে ছড়িয়ে পড়া এ দাবানলে ইতোমধ্যে দেশটির ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর এএফপি’র।
এনিয়ে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়ালো। জুলাই মাসের মাঝামাঝি সময়ে লরাচি প্রদেশে এ দাবানলের সূত্রপাত ঘটে।
কর্তৃপক্ষ এএফপি’কে বলেছে, দাবানলের হুমকির মুখে থাকা ঘরবাড়ি থেকে লোকজন সরিয়ে নেওয়ার স্থানীয় কর্তৃপক্ষের আহ্বানে এই দুই নারী সাড়া দেননি। ফলে তারা এ নির্মম পরিণতির শিকার হন।
এদিকে সোমবার মরক্কোর উত্তরাঞ্চলীয় তানুয়াতি প্রদেশে দাবানলে এক দমকল কর্মী প্রাণ হারান এবং অপর একজন দগ্ধ হন।
মধ্য জুলাইয়ে লরাচি প্রদেশে দাবানলে আরেকজনের মৃত্যু ঘটে।
খবরে বলা হয়, চলতি মাসে মরক্কোতে দাবানলে কয়েক হাজার হেক্টর বনভূমির গাছপালা পুড়ে গেছে। সোমবার থেকে এ অঞ্চলের ৭শ’র বেশি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবার রাত পর্যন্ত লরাচি অঞ্চলের চারটি এলাকায় দাবানল অব্যাহত ছিল।
কৃষিমন্ত্রী মোহাম্মাদ সাদিকি বলেন, মরক্কোর উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সম্প্রতি ছড়িয়ে পড়া দাবানলে মোট ১০,৩০০ হেক্টর (২৫,৪৫১ একর) বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে গত মাসেও মরক্কোর উপর দিয়ে তাপদাহ বয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।