মরক্কোতে ভূমিকম্পের কয়েকদিন পর সামনে এলো এক অবাক করে দেওয়ার মতো ঘটনা। মরক্কোর আকাশে দেখা মিলল এক রহস্যময় আলোর ঝলকানির। ঠিক তার কিছুক্ষণ পরে আবার ৬.৮ মাত্রার ভূমিকম্পের ঘটনা ঘটে গেল।
স্থানীয় লোকজন এ সময়ে আলোর ঝলকানির ভিডিও করে রেখেছেন। অনেকে নিজের মুঠো ফোনে এ আলোর ঝলকানির ছবি ধারণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকে এ ধরনের ঘটনায় বেশ হতভম্ব হয়েছেন।
আলোর ঝলকানি দেখে মনে হয়েছিল এটি যেন উড়ন্ত বস্তুর মত ছুটে বেড়াচ্ছে। কেউ মনে করেছেন এটি হয়তো ভিনগ্রহের যান হতে পারে। তবে বিজ্ঞানীরা এ ঘটনাকে অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তারা মনে করেন এটি ভূমিকম্পের সতর্কবার্তা হিসেবে সামনে এসেছে।
ভূমিকম্পের কম্পনের সময় প্লেটের পরিবর্তনের কারণে সেখান থেকে বিদ্যুতের উৎপত্তি ঘটে। তার প্রতিফলন হতে পার আকাশের সে আলো। কেননা বজ্রপাতের সাথে এ আলোর ঝলকানির সুস্পষ্ট পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে।
বজ্রপাত হয় মেঘ থেকে মাটিতে। আর ভূমিকম্পের সময় আলো মাটি থেকে শুরু হয় শেষ হয় আকাশে। পদার্থবিদ থ্রেডম্যান এটিকে ভূমিকম্পের সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন। ভূমিকম্পের পূর্বের শক্তির রূপান্তরের ক্ষেত্রে এ ধরনের আলোর ঝলকানির ঘটনা ঘটতে পারে। এর আগে কানাডা এবং ইতালিতে একই ধরনের ঘটনা ঘটেছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।