Advertisement
স্পোর্টস ডেস্ক : জিতলে টিকে থাকবে স্বপ্ন, হারলেই শেষ। বিদায় নিশ্চিত। দুই দলের সামনেই এই জটিল সমীকরণ। কারণ লিগ পর্বের শেষ ম্যাচ। জিতলে পয়েন্ট হবে ১৪। তাতে শেষ চারে ওঠার একটা সম্ভাবনা তৈরি হবে। আর হারলে তো কথাই নেই, বিদায়।
এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এমন সমীকরণ সামনে নিয়ে টস জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করার আমন্ত্রণ জানান রাজস্থান অধিনায়ক স্টিভেন স্মিথ।
টস হেরে ব্যাট করতে নেমে রাজস্থানের সামনে ১৯২ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়ে দিয়েছে কেকেআর। ৩৫ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলেন কেকেআর অধিনায়ক ইয়ন মরগ্যান। ৫টি বাউন্ডারির সঙ্গে ৬টি ছক্কার মার মারেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।