জুমবাংলা ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে কবর থেকে মৃতদেহ তুলতে গিয়ে খালেকুর রহমান (২৮) নামে এক চোরকে আটক করেছে এলাকাবাসী।
রোববার (০৮ মার্চ) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান। এর আগে সকালে উপজেলার দরবস্ত ইউনিয়নের দামোদরপুর গ্রামে থেকে তাকে আটক করা হয়। আটক খালেকুর রহমান উপজেলার কাপাসিয়া মধ্যপাড়া গ্রামের আ. মজিদ মিয়ার ছেলে।
ওসি জানান, গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ার গ্রামের পারিবারিক কবরস্থান থেকে একটি মরদেহ ভ্যানে করে নিয়ে যাচ্ছিল আটকৃত খালেকুর রহমান। এ সময় দামোদরপুর জামে মসজিদের সামনে আসলে মসজিদের মুসল্লির সন্দেহ হলে ভ্যানসহ তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে স্থানীয়রা মরদেহটি শনাক্ত করে এলাকাবাসী ও আত্মীয় স্বজন পুনরায় মরদেহটি কবরস্থ করে।
ওসি আরও জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।