জুমবাংলা ডেস্ক : জকি আহাদকে মরিশাসে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমানে চীনের কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল হিসেবে কর্মরত রয়েছেন।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কূটনীতিক জকি আহাদ বিসিএস (পররাষ্ট্রবিষয়ক) ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৯৮ সালে চাকরিতে যোগ দেন। কূটনীতিক হিসেবে তিনি দেশে ও দেশের বাইরে নানা দায়িত্ব পালন করেছেন। এর আগে বেইজিং, হেগ, ম্যানচেস্টার ও কলকাতায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
জকি আহাদ ঢাকা সিটি কলেজ থেকে স্নাতক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এর আইবিএ থেকে এমবিএ করেছেন। এ ছাড়া তিনি অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে কূটনীতি ও বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কোর্সে অংশ নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।