বিনোদন ডেস্ক : বেশ কয়েক বছর থেকেই বলিউড ইন্ডাস্ট্রিতে দেখা নেই ‘মার্ডার’-অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের। তবে এবার বছর কয়েক বাদে ফিরলেন দেশে। তা কেন মুম্বই থেকে দূরে সরে গিয়েছিলেন ইমরান হাসমির এই ‘হট’-নায়িকা? উত্তর দিলেন অভিনেত্রী নিজেই। মুখরা মেয়ে। তার উপর আবার সব ব্যাপারে নিজের মতামত দেওয়ার বদ অভ্যাস। এই দুই দোষেই বলিউড দূরে সরিয়ে দিয়েছিল অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতকে।
দেশে ফিরে এমনটাই জানালেন নায়িকা। এছাড়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বলিউডে মেয়েদের অধিকার আর সমস্যা নিয়ে কথা বলতে গিয়েই অভিনেতাদের অপ্রিয় হয়ে যান তিনি।
তার মুখরা হাবভাবের জন্য অনেক ছবিতেই নায়করা তাকে বাদ দিয়ে জায়গা করে দিতেন নায়কের প্রেমিকাদের। এমনকী, বহু নায়িকারও রোষানলে পড়তে হয়েছিল তাকে। মল্লিকা জানিয়েছেন, সেসময়ে এখনকার মতো সোশ্যাল মিডিয়ার এত রমরমা ছিল না। নিজেদের কথা জানানোর জোর ছিল না। তবে এখন পরিস্থিতি অনেকটাই আলাদা। তবে একটা সময় ক্ষোভ থাকলেও এখন আর সেসবে পাত্তা দেন না মল্লিকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।