জুমবাংলা ডেস্ক : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদে মশার কয়েল থেকে বসতঘরে আগুন লেগে দুইটি গরু চারটি ছাগলসহ হাঁস-মুরগি পুড়ে মারা গেছে। ঔষধ আনতে ফার্মেসিতে গেলে ফাঁকা ঘরে আগুন লেগে সব পুড়ে যায় বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা রাসেল আলম জানান, ২০ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাহাদুরাবাদ পুরাতন বাজারের সরকারি জায়গায় অস্থায়ীভাবে বসবাসরত কাঠমিস্ত্রি ফজল মিয়ার ঘরে আগুন লেগে যায়। আগুনে তার গৃহপালিত গরু, ছাগলসহ সব হাঁস-মুরগি পুড়ে মারা গেছে।
স্থানীয়রা জানান, ঘরে ফজল এবং তার স্ত্রী কেওই ছিলেন না। ফজলের স্ত্রী ঔষধ কেনার জন্য ফার্মেসীতে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। গরুর ঘরে দেওয়া মশা তাড়ানোর কয়েল থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা সবার।
ফায়ার সার্ভিস দেওয়ানগঞ্জ স্টেশন অফিসার কামরুজ্জামান জানান, ‘সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভাতে সক্ষম হই। ক্ষতিগ্রস্ত পরিবারটির দুই ঘরসহ দুই গরু, চার ছাগল আগুনে পুড়ে মারা গেছে।
দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান বলেন, ‘বিস্তারিত সংবাদ নিয়ে প্রাণিসম্পদ বিভাগের পক্ষথেকে ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।