জুমবাংলা ডেস্ক : এডিস মশা (ছবি: ইন্টারনেট)২০১৯-২০ অর্থবছরের বাজেটে মশক নিধন কার্যক্রমে বরাদ্দ বাড়িয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই কাজে ৪৯ কোটি ৩০ লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। আগের অর্থবছরে যা ছিল ১৭ কোটি ৫০ লাখ টাকা। মশক নিধনে ১৮২ শতাংশ ব্যয় বাড়ানো হয়েছে।
নতুন অর্থবছরে মশক নিধনের যন্ত্রপাতি কেনার জন্য বরাদ্দ রাখা হয়েছে ১০ কোটি টাকা। যা গত অর্থবছরে বরাদ্দ ছিল দুই কোটি টাকা। কিন্তু সংশোধিত বাজেটে এর পরিমাণ দাঁড়িয়েছে ৮ কোটি টাকা। আর বর্জ্য ব্যবস্থাপনা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৮৬ কোটি টাকা।
এছাড়া পরিবেশ উন্নয়নের জন্য ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৩৫ লাখ টাকা।
২০১৯-২০ অর্থবছরের জন্য মোট তিন হাজার ৫৭ কোটি ২৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মধ্যমে এ বাজেট ঘোষণা করেন তিনি। এটা মেয়রের দায়িত্ব গ্রহণের পর তার প্রথম এবং এই মেয়াদের শেষ বাজেট।
প্রস্তাবিত বাজেট পেশ করার সময়ে ২০১৮-১৯ অর্থবছরের এক হাজার ৮২২ কোটি ৬৩ লাখ টাকার সংশোধিত বাজেটও অনুমোদনের ঘোষণা দেওয়া হয়েছে। গত অর্থবছরে ডিএনসিসির এ বাজেট ছিল দুই হাজার ৫৬৭ কোটি ৪৫ লাখ টাকা। আর বাজেট বাস্তবায়ন হয়েছে ৭০ দশমিক ৯৯ শতাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।