মশার কামড়ে বিরক্ত হননি, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মশার কামড় থেকে মানুষের শরীরে বাসা বাঁধতে পারে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো রোগ। শীতের শেষে বসন্তের শুরুতেই উপদ্রব বেড়েছে মশার। রাত হতেই প্রায়ই হচ্ছে লোডশেডিং। আর একবার অন্ধকার হলে মশার জ্বালায় ঘরে থাকাই দায়।
এমনিতে রাসায়নিক স্প্রে দিয়ে মশা, মাছি বা টিকটিকির মতো কীটপতঙ্গের উপদ্রব সাময়িকভাবে ঠেকিয়ে রাখাই যায়। তবে নিত্য়দিন রাসায়নিক স্প্রে ব্য়বহার আপনার শরীরে নানা রকম বিপত্তি ডেকে আনতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এমন কিছু গাছ রয়েছে, যা বাড়িতে রাখলে মশার উপদ্রব কিছুটা হলেও ঠেকিয়ে রাখা যায়। চলুন দেখে নেই কোন কোন গাছ বাড়িতে রাখলে মশার উপদ্রব কমতে পারে?
১. নিম
নিমের ঔষধি গুণাগুণের কথা সবাই জানে। নিমের তেল ত্বকের জন্য উপকারী। এছাড়া এই তেলে রয়েছে মশা তাড়ানোর বিশেষ গুণ। মশা, মাছি, পিঁপড়ের মতো বহু কীটপতঙ্গের যম হল এই নিম। এই শীতে মশার কামড় থেকে বাঁচতে নিমের তেল ও নারিকেল তেল সমপরিমাণ মিশিয়ে হাত-পায়ের চামড়ায় লাগিয়ে রাখতে পারবেন। এতে আপনার আশেপাশে মশা আসবে না।
২. তুলসী গাছ
তুলসী গাছ ঔষধি গুণাগুণে ভরপুর। তুলসী পাতা শুধু রোগজীবাণুই নয়, মশাকেও দূরে রাখতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, বাড়িতে তুলসী গাছ রাখলে মশা, মাছি বা অন্যান্য পোকামাকড়ের উপদ্রব অনেকটাই কম থাকে।
৩. সিট্রোনেলা
বিশেষজ্ঞরা বলেন, মশা, মাছি, পিঁপড়ের উপদ্রব কমাতে অনেকেই ঘর মোছার পানিতে সিট্রোনেলা তেল মিশিয়ে থাকেন। সিট্রোনেলা তেল একটি অপরিহার্য তেল যা সাইম্বোপোগনের বিভিন্ন প্রজাতির পাতা এবং কাণ্ড থেকে পাওয়া যায়। এটি প্রধানত এর বৈশিষ্ট্যযুক্ত গন্ধের কারণে বিভিন্ন পোকামাকড় নিরোধক উপাদান হিসেবে ব্যবহৃত হয়।
৪. পুদিনা
গরমকালে পুদিনা গাছের গন্ধে মশা, মাছি, পিঁপড়ের মতো পোকামাকড়ের উপদ্রব নিয়ন্ত্রণ করা যায়। ছোট গ্লাসে একটু পানি নিয়ে তাতে ৫ থেকে ৬ টি পুদিনা রেখে দিন খাবার টেবিলে। ৩ দিন অন্তর পানি বদলে দেবেন। শুধু মশাই নয়, পুদিনার গন্ধ অনেক ধরনের পোকামাকড়কে ঘর থেকে দূরে রাখে।
৫. লেমনগ্রাস
বাড়িতে এই গাছ রাখলে আলাদা করে ‘রুম স্প্রে’ ব্যবহার করার প্রয়োজন না-ও হতে পারে। শুধু তাই নয়, মশা, মাছি, পোষ্যের গায়ে বাস করা পরজীবী পোকামাকড়ের কমিয়ে ফেলতে পারে লেমনগ্রাস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।