গভীর রাতে এসি চুরি করার সময় বিদ্যুতায়িত হয়ে এক চোরের মৃত্যু হয়েছে।
সিরাজগঞ্জ পৌরসভার সাহেদনগর ব্যাপারী পাড়া জামে মসজিদে শুক্রবার এ ঘটনা ঘটে।
মৃত সজিব শেখ (৩০) পৌরসভার সাহেদনগর সয়াগোবিন্দ গ্রামের সমসের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতের কোনো এক সময় সজিব মসজিদের এসি চুরি করার চেষ্টা করেন। এ সময় বৈদ্যুতিক সংযোগ বিছিন্নকালে বিদ্যুতায়িত হয়ে মারা যান।
সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকি গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ শনিবার সকালে লাশ উদ্ধার করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।