আন্তর্জাতিক ডেস্ক: আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মস্কো অভিমুখী একটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার রাতে ড্রোনটি ধ্বংস করা হয় বলে মস্কোর মেয়রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।
মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন টেলিগ্রামে লিখেছেন, রাতে ইস্ত্রিনস্কি জেলায় মস্কো অভিমুখী একটি ড্রোন ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
তিন জানান, প্রাথমকিভাবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য নেই। জরুরি পরিষেবা দফতরের লোকজন ঘটনাস্থলে কাজ করছেন।
রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর মস্কোকে লক্ষ্য করে হামলার ঘটনা ছিল খুবই বিরল। তবে সাম্প্রতিক সময়ে রাশিয়ার রাজধানীকে লক্ষ্য করে বেশ কিছু হামলা হয়েছে।
বিশেষ করে ইউক্রেন যুদ্ধ রাশিয়ার ভূখণ্ডে নিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে ইউক্রেনের ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে মস্কো, যদিও এখন পর্যন্ত ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোর বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত বুধবার মস্কোর বাণিজ্যিক এলাকায় একটি বহুতল ভবনে বিধ্বস্ত হয় একটি ড্রোন। কর্তৃপক্ষ জানায়, ওই ঘটনায় ভবনটির একটি জানালা ভেঙে গেলেও হতাহতের ঘটনা ঘটেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।