আমেরিকান টেলিভিশন তারকা এবং উদ্যোক্তা কিম কার্দাশিয়ান জানিয়েছেন তিনি মস্তিষ্কের বিরল রোগে আক্রান্ত। সম্প্রতি ‘দ্য কার্দাশিয়ানস’- সিজন ৭ প্রিমিয়ারে তিনি জানিয়েছেন ডাক্তাররা তার মস্তিষ্কের অ্যানিউরিজম রোগ চিহ্নিত করেছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উদ্বোধনী পর্বের ‘ফিলস লাইক দ্য ওল্ড ডেজ’ শিরোনামে একটি ভিডিও ক্লিপে ৪৫ বছর বয়সী কার্দাশিয়ানের মস্তিষ্কের ইমেজিং করানোর ভিডিও দেখানো হয়েছে।
মস্তিষ্ক স্ক্যানের কাছের চিত্রগুলো যখন মনিটরে প্রদর্শিত হচ্ছিলো তখন কিম বলে উঠলো, ’এটা একটা ছোট্ট অ্যানিউরিজমের মতো।’
মস্তিষ্কের রক্তনালীর দুর্বল স্থান চাপের মুখে বাইরের দিকে ফুলে ওঠে যা ফোস্কার মতো দেখায়। তখন মস্তিষ্কের অ্যানিউরিজম হয়। যদিও বেশিরভাগ অ্যানিউরিজম ছোট এবং তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতি করে না। তবে ফেটে গেলে মস্তিষ্কে রক্তপাত হতে পারে- যাকে হেমোরেজিক স্ট্রোক বলা হয়।
কিম কার্দাশিয়ান বলেন, ‘মানুষ মনে করে এটা শুধুই দুশ্চিন্তাজনিত রোগ। কিন্তু তীব্র চাপ থেকে মস্তিষ্ক ফুলে যাওয়ার অবস্থা খুবই ভয়ানক ব্যাপার। তিনি আরো বলেন, ’এই সপ্তাহটি আমার জীবনের সবচেয়ে কঠিন সপ্তাহ ছিল।’
র্যাপার কানি ওয়েস্টের সঙ্গে সাত বছর সংসার করার পর ২০২১ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
কিম স্বীকার করেন, তার স্বামী কানি ওয়েস্টের সঙ্গে সর্ম্পক তার স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। মস্তিষ্কের এই জটিল রোগটি অতিরিক্ত মানসিক চাপ থেকে এসেছে। কানিয়ের সাথে তার বিবাহ বিচ্ছেদের পর তিনি খুব কঠিন সময় পার করেছেন।
বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলতে গিয়ে কিম বলেন, ’ভালো হয়েছে সম্পর্কটি শেষ হয়ে গেছে। আমার প্রাক্তন আমার জীবনের একটি অংশ থাকবে। কারণ আমাদের চারটি সন্তান রয়েছে। কানিয়ের সাথে সর্ম্পক থাকাকালীন আমি কিছুটা স্টোকহোম সিনড্রেোমে ভুগতাম। সবসময় আমার খারাপ লাগতো, তাকে রক্ষা করতে চাইতাম।
’কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ রিয়েলিটি টিভি সিরিজের মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন এই তারকা। তিনি এখন একজন বিলিয়নার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



