Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home মহাকাশে এলিয়েনের অস্তিত্ব আছে নাকি নেই?
    বিজ্ঞান ও প্রযুক্তি

    মহাকাশে এলিয়েনের অস্তিত্ব আছে নাকি নেই?

    Md EliasApril 30, 20245 Mins Read
    Advertisement

    এলিয়েন আছে নাকি নেই ? যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি এক রিপোর্ট প্রকাশ করেছে, যার মূল বিষয়বস্তু ছিল মহাকাশে এলিয়েনের অস্তিত্ব আছে নাকি নেই? পৃথিবীর অনেকেই আগ্রহের সঙ্গে তাকিয়ে ছিলেন দীর্ঘ প্রতীক্ষিত এই রিপোর্টের দিকে। কিন্তু শেষ পর্যন্ত প্রতিবেদনে সন্তোষজনক কিছু মিলেনি। অর্থাৎ এলিয়েনের উপস্থিতির তারা কোনো প্রমাণ পাননি। আবার সম্ভাবনা উড়িয়েও দিতে পারছে না নাসা। এক বছর ধরে নানা পরীক্ষা–নিরীক্ষা ও গবেষণার পর ৩৬ পৃষ্ঠার যে রিপোর্ট দিল নাসা, তার অধিকাংশই বিভিন্ন কারিগরি ও বৈজ্ঞানিক বিষয়ে পূর্ণ। খবর বিবিসি বাংলার।

    এলিয়েনের অস্তিত্ব

    এলিয়েনের বাহন : ইউএফও নাকি ইউএপি

    আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। সংক্ষেপে ইউএফও। বাংলায় যেটাকে অশনাক্ত উড়ন্ত বস্তু বলা যেতে পারে। মহাকাশে মাঝেমধ্যে বিভিন্ন বস্তুর নড়াচড়া চোখে পড়ে বলে দাবি করা হয়, সেগুলোকে ইউএফও হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। এই ইউএফও নিয়ে মানুষের আগ্রহ বহুদিন ধরে। কেউ কেউ চমক লাগাতে বলেন এগুলো আসলে এলিয়েনদের বাহন।

       

    কোনো প্রমাণ না থাকলেও দুনিয়াজুড়ে এই ইউএফওর অস্তিত্ব বিশ্বাস করার লোকেরও অভাব নেই। প্রচুর ভিডিও গেমস আর চলচ্চিত্রে ইউএফওর উপস্থিতি পাওয়া যায়। এই ইউএফওকে মার্কিন স্পেস এজেন্সি নাসা বলে থাকে ইউএপি বা আনআইডেন্টিফাইড অ্যানাম্যালাস ফেনোমেনা। বাংলায় বলা যেতে পারে অশনাক্ত অস্বাভাবিক ঘটনা।

    এখন ইউএফও বা ইউএপি যেটাই বলি না কেন, তার ব্যাখ্যা খুঁজতে গত বছর এক আলাদা গবেষক দল নিয়োগ করে নাসা। ১৬ সদস্যের এই দল গত বছরের অক্টোবর থেকে শুরু করে গবেষণা। যাদের উদ্দেশ্য ছিল এই বিষয়টি নিয়ে যেভাবে নানা চাঞ্চল্যকর আলোচনা হয়ে থাকে, আসলেই পৃথিবীর বাইরে অন্য কোথাও প্রাণের অস্তিত্ব আছে কিনা সেসব বিজ্ঞানের মাধ্যমে জানা। এ গবেষণায় কী পেলেন তারা সেটাই তুলে ধরা হয় নাসার এই ইউএপি স্টাডি রিপোর্টে।

    প্রমাণ নেই, তবে থাকতে পারে :

    এই রিপোর্টের একেবারে শেষ পাতায় বলা হয়েছে ‘এ রকম উপসংহারে আসার কোনো কারণ নেই’ যে, শত শত ইউএপি নিয়ে নাসা তদন্ত করেছে। সেগুলো দেখা যাওয়ার পেছনে কোনো বুদ্ধিমান প্রাণীর হাত আছে। ‘তবে যাই হোক, এসব বস্তু আমাদের সৌরজগতের ভেতর দিয়েই ভ্রমণ করেছে এখানে পৌঁছাতে, রিপোর্টে বলা হয়েছে।

    যদিও রিপোর্টে বলা হয়নি যে, বহির্জাগতিক কোনো বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব আছে, কিন্তু নাসা আবার এই ব্যাপারটা অস্বীকারও করেনি যে, ‘সম্ভবত পৃথিবীর অভ্যন্তরে অজানা কোনো এলিয়েন প্রযুক্তি হয়তো কাজ করে চলেছে’।

    তবে নাসার প্রশাসক বিল নেলসন স্বীকার করেন, বিলিয়ন বিলিয়ন গ্রহ–নক্ষত্রের মধ্যে পৃথিবীর মতো আরেকটা গ্রহ থাকতে পারে। আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে, এই বিশাল সৌরজগতে অন্য প্রাণের অস্তিত্ব আছে কিনা। আমি বলব, হ্যাঁ, নেলসন বলেন। তিনি প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে এ ব্যাপারে খোলামেলা ও স্বচ্ছ পদ্ধতিতে কাজ করবেন তারা।

    ইউএপি বিষয়ে তথ্যের স্বল্পতা :

    নাসার বিজ্ঞান মিশন অধিদপ্তরের সহযোগী প্রশাসক নিকোলা ফঙ বলেন, ইউএপি আমাদের এই গ্রহের অন্যতম বড় এক রহস্য। আর এর প্রধান কারণ হলো এ বিষয়ে যথেষ্ট তথ্যের অভাব। যদিও প্রতিনিয়ত অসংখ্য ইউএপি দেখা যাওয়ার খবর পাওয়া যায়, কিন্তু ফঙ বলেন, আমাদের হাতে আসলে পর্যাপ্ত তথ্য নেই, যার সাহায্যে আমরা সুনিশ্চিত বৈজ্ঞানিক সমাপ্তি টানতে পারি যে, এই ইউএপিগুলো কেমন ও কোথা থেকে আসছে?

    রিপোর্টে বলা হয়, বেশিরভাগ ইউএফও ব্যাখ্যা করা গেলেও কিছু পাওয়া যায়, যেগুলো মনুষ্যসৃষ্টও না আবার প্রাকৃতিক কারণেও হয়নি। ফঙ ঘোষণা দেন, নাসা ইউএপি গবেষণায় একজন নতুন পরিচালক নিয়োগ দিয়েছে। নিরাপত্তার স্বার্থে তার নাম–পরিচয় না জানালেও তার কাজ সম্পর্কে বলা হয়েছে, তিনি একটা বিশদ ডেটাবেজ তৈরি করবেন, যাতে ভবিষ্যত ডেটা বিশ্লেষণে সহায়ক হয়। এই নতুন পরিচালক কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিংয়ের সাহায্যে তথ্য যোগাড় ও বিশ্লেষণ করবেন।

    মেক্সিকান ছবিতে নজর :

    গত সপ্তাহে মেক্সিকান কর্তৃপক্ষের কাছে যেসব কথিত ভিনগ্রহের প্রাণীর ছবি উপস্থাপন করা হয়, সে সম্পর্কে নাসার প্যানেলকে প্রশ্ন করেন বিবিসি রিপোর্টার স্যাম কাবরাল। জেমি মাওসান, একজন স্বঘোষিত ইউএফও বিশেষজ্ঞ, সম্প্রতি কংগ্রেসের সামনে শুনানিতে হাজির হয়ে দুটি প্রাচীন ‘মানুষ নয় এমন’ এলিয়েনের মৃতদেহ উপস্থাপন করেন। তিনি দাবি করেন, এই দেহ দুটি পেরুর কুসকোতে ২০১৭ সালে মিলেছে। রেডিওকার্বন পরীক্ষায় পাওয়া গেছে এগুলো অন্তত ১৮শ বছরের পুরনো।

    বিজ্ঞানমহল অবশ্য এই নমুনার সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছে। কারণ মাওসান এর আগেও ভিনগ্রহের প্রাণীর অস্তিত্ব আছে বলে দাবি করেন, যা খারিজ হয়ে যায়।

    নাসার বিজ্ঞানী ড. ডেভিড স্পারজেল বলেন, এই নমুনাগুলো বিশ্বের বৈজ্ঞানিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা হোক। তাহলে আমরা পরীক্ষা করে দেখতে পারব এগুলো আসলে কী?

    ইউএফও পরিচালকের পরিচয় গোপন :

    নাসার বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনের আরেকটি আলোচনার বিষয় ছিল ইউএপি গবেষণার নতুন পরিচালককে নিয়ে। তার নাম পরিচয় এখনো রহস্যের আড়ালে। তার কাজ এবং বেতন ব্যাপারেও কিছু পরিষ্কার করেনি নাসা।

    নাসা বলছে, ইউএপি গবেষণার সবকিছু তারা গোটা দুনিয়ার সাথে খোলাখুলি তুলে ধরবে, তখন তাদের এই আচরণ প্রশ্নের জন্ম দিয়েছে। এর একটা সম্ভাব্য কারণ অবশ্য হতে পারে যে, নাসা চাইছে তাদের নতুন পরিচালককে যাতে আগেই জনগণের সামনে কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয়।

    নাসার এই গবেষণার উপ–সহকারী প্রশাসক ড. ড্যানিয়েল ইভান্স জানিয়েছেন, তাদের ইউএপি প্যানেল সত্যিকারের হুমকি পেয়েছে। তিনি বলেন, নাসা তার দলের সদস্যের নিরাপত্তার ব্যাপারটি গুরুত্বের সাথে নিয়েছে। ওই হুমকিটা পরিচালকের পরিচয় প্রকাশ না করার পেছনে কাজ করেছে।

    কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবে নাসা :

    রিপোর্টে বলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং ইউএপি শনাক্তকরণের সবচেয়ে জরুরি টুল। একইসাথে মানুষকে ইউএপির ব্যাপারে জানানোটাও এর আরেকটা গুরুত্বপূর্ণ দিক।

    নাসা বলছে, এই গবেষণায় যে বড় চ্যালেঞ্জ তথ্যের স্বল্পতা, সেটা তারা পূরণ করতে চান সাধারণ মানুষকে যুক্ত করার কৌশল দিয়ে। এটা হতে পারে উন্মুক্ত স্মার্টফোন অ্যাপ অথবা বিশ্বব্যাপী একাধিক নাগরিক পর্যবেক্ষকের স্মার্টফোনের মেটা ডেটার সাহায্য নিয়ে।

    পরকীয়ায় বেশি জড়ায় যে দেশের নাগরিকরা? অনেকেই জানেন না

    বর্তমানে এমন কোনো আদর্শ ব্যবস্থা নেই যাতে মানুষ ইউএপি দেখে সেগুলো সম্পর্কে ঠিকভাবে জানাতে পারে। রিপোর্টে বলা হচ্ছে, এতে তথ্য অসম্পূর্ণ থেকে যাচ্ছে।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘ও ‘এলিয়েনে’র অস্তিত্ব আছে, এলিয়েনের অস্তিত্ব নাকি নেই: প্রযুক্তি বিজ্ঞান মহাকাশে
    Related Posts
    ১০টি স্মার্টফোন

    এ বছরের সেরা ১০টি স্মার্টফোন, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের শীর্ষে

    October 31, 2025
    gaming smartphone

    Asus ROG Smartphone : সেরা ৫টি গেমিং ফোন!

    October 31, 2025
    File Delete

    ফাইল ডিলিট করলে কোথায় চলে যায়? খুঁজে পাওয়া যায়না কেন

    October 30, 2025
    সর্বশেষ খবর
    ১০টি স্মার্টফোন

    এ বছরের সেরা ১০টি স্মার্টফোন, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের শীর্ষে

    gaming smartphone

    Asus ROG Smartphone : সেরা ৫টি গেমিং ফোন!

    File Delete

    ফাইল ডিলিট করলে কোথায় চলে যায়? খুঁজে পাওয়া যায়না কেন

    স্মার্টফোন

    ১০ হাজার টাকায় ৫টি দুর্দান্ত স্মার্টফোন

    সুপার টি-সেল

    ক্যানসার থেরাপিতে বিপ্লব, আবিষ্কৃত হলো ‘সুপার টি-সেল’

    Vivo T3 Ultra

    ৩০ হাজার টাকার মধ্যে দুর্দান্ত ফিচারের সেরা 5G ফোনের তালিকা

    Mobile

    অবৈধ হ্যান্ডসেট ধরার প্রযুক্তি এনইআইআর, যে প্রক্রিয়ায় বাস্তবায়ন

    স্মার্টফোন

    Apple-এর সেরা iPhone মডেল: ৫টি অসাধারণ স্মার্টফোন

    Apps

    স্মার্টফোনে বিপজ্জনক থার্ড পার্টি অ্যাপ যেভাবে চিনবেন

    OPPO K13

    OPPO K13 : দুর্দান্ত সব ফিচার নিয়ে আসছে, লঞ্চের আগেই ফাঁস স্পেসিফিকেশন

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.