মহাকাশে নতুন রকেট পাঠিয়ে বিপাকে পড়লো ভারত

রকেট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে রবিবার দেশটির প্রথম ক্ষুদ্রতম রকেট উৎক্ষেপণ করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। এই মিশনে একইসঙ্গে দু’টি স্যাটেলাইট পাঠানো হয়েছে। তবে উৎক্ষেপণের পর রকেটটি তার ফিক্স-লোকেশনে (নির্দিষ্ট কক্ষপথে) পৌঁছাতে পারেনি, দেখা দিয়েছে যান্ত্রিক গোলযোগ।

রবিবার এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, স্যাটেলাইট দু’টিকে বহনকারী এই রকেট উৎক্ষেপণের চূড়ান্ত পর্যায়ে কিছু তথ্য হারিয়ে ফেলে, এতে সমস্যায় পড়েছে সংস্থাটি।

১২০ টনের স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলটি (এসএসএলভি) ওই দু’টি স্যাটেলাইটকে আদৌ একটি স্থিতিশীল কক্ষপথে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল কিনা তা বোঝার চেষ্টা করছেন ইসরো’র বিজ্ঞানী এবং প্রকৌশলীরা।
রকেট
এর আগে শনিবার (৬ আগস্ট) মধ্যরাতে উৎক্ষেপণ প্রক্রিয়া শুরু করে ইসরো। সকল প্রস্তুতি শেষে রাত ২টার দিকে উৎক্ষেপণ প্রক্রিয়া শুরু হয়।

সংশ্লিষ্টরা বলছেন, উৎক্ষেপণ প্রক্রিয়া সফলভাবে শেষ হলেও নির্দিষ্ট কক্ষপথে প্রবেশের আগ পর্যন্ত ইসরোর মিশনকে সফল ঘোষণা করা যাবে না।

সংস্থাটির চেয়ারম্যান এস সোমানাথ বলেন, সমস্ত পর্যায়ে প্রত্যাশিতভাবেই কাজ করেছে এসএসএলভি। মিশনের একেবারে অন্তিম পর্বে, কিছু তথ্য হারিয়ে যায়। আমরা স্থিতিশীল কক্ষপথ অর্জনের বিষয়ে মিশনের চূড়ান্ত ফলাফল কি তা বিশ্লেষণ করছি।

সংস্থাটি জানায়, রকেটটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট-০২ এবং আজাদি-স্যাট নামের দু’টি স্যাটেলাইট বহন করে নিয়ে যাচ্ছিল। আজাদি-স্যাটটি ‘স্পেস কিডজ ইন্ডিয়া’ মহাকাশ সংস্থার ৭৫০ জন পড়ুয়াদের একটি দল তৈরি করেছে, যার লক্ষ্য সরকারি স্কুলের পড়ুয়াদের মহাকাশ সম্পর্কে প্রাথমিক ধারণা এবং জ্ঞান তৈরি করা। তবে শেষ পর্যন্ত এই মিশনের সফলতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এর আগেও ইসরোর আরেকটি রকেট চাঁদে অবতরণের পরিকল্পনা নিয়ে সফল উৎক্ষেপণের পরও সেখানে পৌঁছাতে পারেনি। চাঁদের পিঠে অবতরণের শেষ মুহূর্তে কক্ষপথ থেকে ছিটকে যায় রকেটটি। পরে সেটিকে আর খুঁজে পাওয়া যায়নি। এবারও বিপাকে পড়েছে সংস্থাটি।

আকাশে উঠেছিল ৫৮ হাজার সুইমিংপুলের সমান পানি : নাসার গবেষণা