মহাকাশে বাড়ছে বর্জ্যের পরিমাণ, বর্জ্য তৈরিতে শীর্ষ যে তিনটি দেশ

মহাকাশে বাড়ছে বর্জ্যের পরিমাণ, বর্জ্য তৈরিতে শীর্ষ যে তিনটি দেশ

জুমবাংলা ডেস্ক : পৃথিবীর পর বর্তমানে মহাকাশেও বর্জ্যের পরিমাণ বাড়ছে। বছরের পর বছর উেক্ষপণ করা রকেট, স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রকেট বুস্টার ও অস্ত্রের বিভিন্ন অংশ কক্ষপথে আটকে রয়েছে ও বিশৃঙ্খলা তৈরি করছে।

মহাকাশে বাড়ছে বর্জ্যের পরিমাণ, বর্জ্য তৈরিতে শীর্ষ যে তিনটি দেশ

এগুলো যে শুধু নতুন উেক্ষপিত স্যাটেলাইটের ক্ষতি করবে তা নয়, পৃথিবীর দিকে আসার সময় ক্ষয়ের মাধ্যমে ক্ষতিকর রাসায়নিক পদার্থও ওজোনমণ্ডলে ছড়িয়ে দিচ্ছে। মহাকাশে বর্জ্য তৈরিতে শীর্ষ তিনটি দেশ হলো রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন।

গত নভেম্বরে রাশিয়া অ্যান্টি-স্যাটেলাইট ওয়েপন ব্যবহারের মাধ্যমে তাদের পুরনো একটি স্যাটেলাইট ধ্বংস করেছে। ফলে হাজার হাজার ধ্বংসাবশেষ তৈরি হয়েছে এবং সেগুলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আছড়ে পড়ার হুমকিও তৈরি করেছিল।

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনস ও ডেভেলপমেন্টের তথ্যানুযায়ী, ধ্বংসাবশেষ অপসারণে যে বাহন তৈরি করা প্রয়োজন সেটি খুবই ব্যয়বহুল এবং কোনো ত্রুটি থাকলে এটিও ধ্বংসাবশেষে পরিণত হবে।

বিয়ের আদর্শ বয়স নিয়ে যা বলছেন বিজ্ঞানীরা