বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মহাকাশ স্টেশনে গিয়েও টিকটক! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সম্প্রতি ইউরোপিয়ান মহাকাশচারী সামান্থা ক্রিস্টোফোরেটি মহাকাশ স্টেশন থেকে একটি অনন্য ভিডিও পোস্ট করেছেন।
স্পেসএক্স-এর মহাকাশচারী সামান্থা গত ৫ মে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে একটি টিকটক ভিডিও পোস্ট করে মহাকাশে প্রথম টিকটকার হিসেবে আত্মপ্রকাশ করেন।
এরপর ২৭ এপ্রিল তিনি ছয় মাসের জন্য কক্ষপথের ল্যাবে অবতরণ করেন।
সেখান থেকে তিনি আরেকটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি প্রায় ৮৮ সেকেন্ড দীর্ঘ। ক্রু-৪ এর উৎক্ষেপণের মাধ্যমে দর্শকদের পুরো মহাকাশ স্টেশন ও মিশনের ব্যাপারে অবহিত করেন তিনি।
এরপর ২৫ মে তিনি আরেকটি টিকটক ভিডিও আপলোড করেন। টাওয়েল ডে উপলক্ষে ভিডিওটি তিনি তৈরি করেছেন। ভিডিওতে টাওয়েল থেকে চিপে পানি বের করে আবার তা টাওয়েলে রেখে দেওয়া দেখান। এছাড়া টাওয়েল ভেজানো এবং তা নিয়ে মাথা মোছা দেখিয়েছেন সামান্থা।
Happy #TowelDay from the International @Space_Station! #TikTok #MissionMinerva pic.twitter.com/GLlS0MX9qd
— Samantha Cristoforetti (@AstroSamantha) May 25, 2022
গত ১ জুন করা আরেক ভিডিওতে মহাকাশ স্টেশনের মধ্যে দৌড়াদৌড়ি দেখিয়েছেন সামান্থা। তিনি এখন সোশ্যাল মিডিয়ায় তারকা বনে গেছেন। তার একেকটি ভিডিও লাখ লাখ মানুষ দেখেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।