বৈশ্বিক মহামারী করোনার দিনে অতিপরিচিত শব্দ ‘আইসোলেশন’। সোশ্যাল মিডিয়া চ্যানেল গুন্ডাপান্ডাতে রিলিজ পাওয়া একটি গানের শিরোনামও এই।
মূলত ঘরবন্দি থাকা মানুষের অনুভূতি নিয়ে গানটি। এই সময়ে যারা আইসোলেশনে আছে তাদের জীবন ক্লান্তির, কষ্টের, সময় ভুলে যাওয়া বিষাদের। প্রতিটি দিন গুনে এ পথ যারা পাড়ি দিচ্ছে কেবল তারাই জানে দম আটকে গেলে কেমন লাগে! কেমন লাগে পরিচিত হাওয়া ছুঁয়ে দেখতে না পারলে— এমনটাই জানাচ্ছে গুন্ডাপান্ডা।
আরও বলছে, আমাদের চারপাশে প্রতিদিনই কেউ না কেউ আক্রান্ত হচ্ছেন করোনাভাইরাসে। তাদেরই কেউ কেউ যুদ্ধে হার মানে। মর্গে লাশের মিছিলে যুক্ত হচ্ছে নতুন নতুন মুখ। তবু এখনো বুঝি বেঁচে আছে হার না মানার আত্মবিশ্বাস। সে বিশ্বাসেই সারাবিশ্বে লড়াই চলছে করোনার বিরুদ্ধে। এ যুদ্ধ জারি থাকুক! শুধু কেউ নিজেকে একা না ভাবুক। তাদের কানে বাজুক বিশ্বাসের গান।
আইসোলেশনে থাকা মানুষদের একাকী যাত্রায় পাশে থাকার কথা বলছে গুন্ডাপান্ডার এ গান।
অনেকের মাঝে একা থাকার বাস্তবতা, সমাজ থেকে অচ্ছুত হওয়ার আশংকা বা করুণ পরিণতি কোনো কিছুই মনোজগৎ এড়ায়নি অনুপ আইচের লেখায়। এমন ভাবনা থেকে হয়ে ওঠা কবিতা গান হয়ে প্রাণ পেয়েছে শুভ্রা বৈদ্যের কণ্ঠ ও সুরে এবং মুয়ীজ মাহফুজের মিউজিক ডিরেকশনে।
https://www.youtube.com/watch?v=-riENwJI7iA
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।