জুমবাংলা ডেস্ক : সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি পূরণে সরকার মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এবারই প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে, যা ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা
অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, মহার্ঘ ভাতা তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে:
Table of Contents
১ থেকে ৩য় গ্রেড: মূল বেতনের ১০%
৪ থেকে ১০ম গ্রেড: মূল বেতনের ২০%
১১ থেকে ২০ম গ্রেড: মূল বেতনের ২৫%
এছাড়া, কোনো চাকরিজীবী ৪,০০০ টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না। সর্বোচ্চ ভাতা ৭,৮০০ টাকা পর্যন্ত হতে পারে।
বিশেষ প্রণোদনা বাতিল
মহার্ঘ ভাতা চালু হলে আগের সরকারের দেওয়া ৫% বিশেষ প্রণোদনা সুবিধা আর বহাল থাকবে না। এই ভাতা ইনক্রিমেন্টের সময় মূল বেতনের সঙ্গে যুক্ত হবে।
পেনশনভোগীদের অন্তর্ভুক্তি
পেনশনভোগী কর্মকর্তা-কর্মচারীরাও মহার্ঘ ভাতা পাবেন। এতে করে তাঁদের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়ার ক্ষেত্রে কিছুটা স্বস্তি আসবে বলে মনে করা হচ্ছে।
বাজেট ও বাস্তবায়ন পরিকল্পনা
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে। ফেব্রুয়ারি মাস থেকেই মহার্ঘ ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
সিদ্ধান্ত প্রক্রিয়া ও পটভূমি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানিয়েছেন, চলতি অর্থবছরের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। যদিও নির্দিষ্ট হারে এখনো সিদ্ধান্ত হয়নি। ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। এ সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মহার্ঘ ভাতা নিয়ে দাবি ছিল দীর্ঘদিনের।
মহার্ঘ ভাতা নির্ধারণে গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর আওতায় প্রযোজ্যতা ও প্রাপ্যতা পর্যালোচনা করে সুপারিশ করেছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে ৯ মাসে ৩৭১৯১ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
মহার্ঘ ভাতা প্রদানের এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পে-স্কেল হালনাগাদ না হলেও এই ভাতা দ্রব্যমূল্যের চাপ মোকাবিলায় সহায়ক হবে। সরকার গ্রেডভিত্তিক এই মহার্ঘ ভাতা চালুর মাধ্যমে একটি কাঠামোবদ্ধ ও ন্যায্য বণ্টনের দিকেই অগ্রসর হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।