জুমবাংলা ডেস্ক : বগুড়ায় মহাস্থানগড়ে কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ রিজা মিয়া (৪০) নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রিজা মিয়া শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার উত্তর পাড়া গ্রামের মৃত ইয়াসিন আলির ছেলে।
গতকাল বুধবার বিকেল আনুমানিক সাড়ে ৫টায় র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে রিজা মিয়ার বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে। পরে রাত সাড়ে ১০টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
র্যাব-১২, বগুড়ার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন জানান, সম্প্রতি রিজা মিয়া মাটি খনন করতে গিয়ে মূর্তিটি পান। পরে র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তা উদ্ধার করে। মূর্তি দৈর্ঘ্য সাড়ে ২১ ইঞ্চি। যার বাজার মূল্য এক কোটি টাকা। গ্রেপ্তারকৃত রিজা মিয়াকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।