‘আপনার ফোন নম্বরটা দেবেন?’ মহিলা অনুরাগীর আবদারে যা বললেন শাহরুখ

শাহরুখ খান

স্পোর্টস ডেস্ক : একদিকে ‘পাঠান’ বয়কটের ডাকে তোলপাড় বিভিন্ন মহল। একাধিক রাজ‍্যে শাহরুখ খানের নামে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। অশ্লীলতার দায়ে কাঠগড়ায় তোলা হচ্ছে দীপিকা পাডুকোনকে। বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলি পাঠান নিষিদ্ধ করার দাবি তুলছেন। কিন্তু এসব নিয়ে মাথা ঘামানোরই চেষ্টা করছেন না কিং খান। তিনি ব‍্যস্ত নিজের কাজে। তার মধ‍্যেই টুক করে টুইটারে ‘আস্ক এসআরকে’ সেশনও করে নিলেন অভিনেতা।
শাহরুখ খান
অনুরাগীদের সঙ্গে যুক্ত থাকার জন‍্য মাঝেমধ‍্যে টুকটাক প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেন শাহরুখ। ভক্তদের যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন‍্য হাজির থাকেন কিং খান। তবে শর্ত একটাই, সময় সীমিত। শনিবার শুটের ফাঁকে মিনিট পনেরো সময় পেয়েছিলেন। তার মধ‍্যেই বেশ কিছু প্রশ্নের জবাব দিলেন শাহরুখ।

একজন প্রশ্ন করেছিলেন, সন্তানদের তরফে পাওয়া সবথেকে দামী উপহার তাঁর কাছে কী? অভিনেতা উত্তর দেন, আরিয়ান, সুহানা এবং আব্রামের মতে তিনি বিশ্বের সবথেকে দয়ালু মানুষ। এটাই তাঁর কাছে সবথেকে বড় উপহার। আরেকজনের প্রশ্ন ছিল, পাঠান, জওয়ান নাকি ডাঙ্কি, শাহরুখের তিন ছেলেমেয়ে বাবার কোন ছবিটা নিয়ে বেশি উৎসাহী?

অভিনেতার তৎক্ষণাৎ জবাব, আপাতত সবাই ‘অবতার ২’ নিয়ে উত্তেজিত হয়ে রয়েছে। আর পাঠান আসছে জানুয়ারিতে। একজন বেশ মজার আবদার রেখেছিলেন শাহরুখের কাছে। এক মহিলা ভক্ত লেখেন, ‘শাহরুখ স‍্যার আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটা শেয়ার করবেন? কথা বলেই ডিলিট করে দেব।’

শাহরুখোচিত কৌতুক নিয়ে অভিনেতার স্বীকারোক্তি, ফোন আর মেসেজে তিনি একেবারেই স্বচ্ছন্দ নন। পাশাপাশি এদিন বেশ কিছু ফিটনেস সংক্রান্ত উপদেশও দিতে দেখা যায় শাহরুখকে। পাঠানের জন‍্য তিনি নিজেও চোখ ধাঁধানো ট্রান্সফরমেশনের মধ‍্যে দিয়ে গিয়েছেন।

প্রসঙ্গত, এখনো পর্যন্ত পাঠানের একটি গানই শুধু মুক্তি পেয়েছে। কিন্তু ‘বেশরম রঙ’ নিয়ে আপাতত হুলুস্হূল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। পাঠান বয়কটেরও দাবি তোলা হচ্ছে মুহূর্মুহু। কিন্তু বিষয়টা নিয়ে এখনো সরাসরি মুখ খোলেননি শাহরুখ বা পাঠান টিম। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে পাঠান।

মেসির খেলার দিনে ইতিহাস গড়লেন দীপিকা