স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো বিখ্যাত স্টেডিয়াম ন্যু ক্যাম্পের নাম স্বত্ব বিক্রি করতে যাচ্ছে বার্সেলোনা। নামের স্বত্ব একটি স্পন্সর কোম্পানির কাছে বিক্রি করবে লিওনেল মেসির ক্লাব। ফলে স্পন্সর কোম্পানির নামে ন্যু ক্যাম্পের নামও বদলে যাবে।
তবে বার্সা এ কাজটি করছে মহৎ উদ্যোগের অংশ হিসেবে। এ থেকে অর্জিত পুরো অর্থ খরচ করা হবে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে।
বার্সেলোনার স্টেডিয়ামটির নাম ন্যু ক্যাম্প। ১৯৫৭ সালে উদ্বোধনের পর থেকে ফুটবল ভক্তদের কাছে এই নামে সুপরিচিত কাতালান এ স্টেডিয়ামটি। যার নাম কখনও পরিবর্তন করা হয়নি।
লা লিগা চ্যাম্পিয়নরা স্টেডিয়ামের নাম স্বত্বটা দিয়ে দিয়েছে বার্সা ফাউন্ডেশনকে। এখন তারাই ২০২০-২১ মৌসুমের জন্য একটি স্পন্সর খুঁজে নিবে।
প্রসঙ্গত, ২০১০ সাল পর্যন্ত বার্সেলোনার কোনও জার্সি স্পন্সর ছিল না। পরে তারা চুক্তি করে কাতার ফাউন্ডেশনের সঙ্গে। যদিও ২০০৬ সাল থেকে কাতালান জায়ান্টদের জার্সিতে আছে ইউনিসেফের লোগো।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.