আন্তর্জাতিক ডেস্ক : অনলাইনে খাবার অর্ডার করে মাংসের পরিবর্তে পেল শুধু হাড়। ড্যামিয়েন স্যান্ডারস নামের এক নেটাগরিক দাবি করলেন, অনলাইনে চিপ্স, চিকেন উইংস ও ঠান্ডা পানীয় অর্ডার দেন তিনি। তাঁর দাবি, ঠান্ডা পানীয় ঠিকঠাক এলেও চিপসের পাত্র ছিল ফাঁকা। আর চিকেন উইংসের জায়গায় পড়ে ছিল মুরগির হাড়!
ইচ্ছা মতো রেস্তরাঁর খাবার এখন অনলাইনে অর্ডার করেন অনেকেই। রেস্তরাঁ বা খাবার সরবরাহ করতে আসা কর্মীর ভুলে সেই খাবার মাঝে মধ্যে এ দিক-ও দিক হয়ে যাওয়াও বিরল নয়। কিন্তু তাই বলে, মাংস অর্ডার দিয়ে প্রাপ্তি শুধু হাড়!
ড্যামিয়েন স্যান্ডারস নামের এক ব্যক্তি দাবি করলেন, এমনই ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি। গোটা ঘটনাটির ভিডিও তুলে তিনি প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে।
ভিডিওতে ড্যামিয়েন জানিয়েছেন, তিনি মোট তিনটি খাবার অর্ডার দেন অনলাইনে। চিপ্স, চিকেন উইংস ও ঠান্ডা পানীয়। তাঁর দাবি, ঠান্ডা পানীয় ঠিকঠাক এলেও চিপসের পাত্র ছিল ফাঁকা। আর চিকেন উইংসের জায়গায় পড়ে ছিল মুরগির হাড়! সঙ্গে একটি হাতে লেখা চিঠিও ছিল খাবারের ব্যাগের ভিতর। খাবার সরবরাহ করতে আসা কর্মীর নামে লেখা সেই চিঠিতে লেখা ছিল, ‘আমাকে ক্ষমা করবেন, আমি আপনার খাবার খেয়ে ফেলেছি। খিদেয় পেট চোঁচোঁ করছিল। কিন্তু আমার কাছে এক কানাকড়িও নেই।’ শীঘ্রই তিনি চাকরি ছেড়ে দেবেন বলেও লিখেছেন চিঠিতে। খাবার খাওয়ানোর জন্য চিঠির শেষে ড্যামিয়েনকে আশীর্বাদও করেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।