গত ১৮ জুন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটযুক্ত কোপাইলট প্লাস পিসি ল্যাপটপ কম্পিউটারে ‘রিকল’ সুবিধা ব্যবহার করা যাবে বলে জানিয়েছিল মাইক্রোসফট। কিন্তু রিকল সুবিধা কয়েক সেকেন্ড পরপর স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারের স্ক্রিনশট নেওয়ার পাশাপাশি স্ক্রিনশটের তথ্য এআইয়ের মাধ্যমে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করতে পারায় উদ্বেগ প্রকাশ করেন সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা।
তাঁদের মতে, রিকল সুবিধাটি ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘন করে সাইবার নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে। নিরাপত্তা নিয়ে ব্যবহারকারী পর্যায়ে উদ্বেগ তৈরি হওয়ার পর রিকল সুবিধায় পরিবর্তন আনার পর অক্টোবর মাসে চালুর সিদ্ধান্ত নেয় মাইক্রোসফট। কিন্তু অক্টোবরেও রিকল সুবিধা চালু না করে পরে সুবিধামতো সময়ে চালুর ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।
রিকল সুবিধা উন্মুক্তের তারিখ পরিবর্তনের বিষয়টি স্বীকার করে মাইক্রোসফটের উইন্ডোজ বিভাগের জ্যেষ্ঠ পণ্য ব্যবস্থাপক ব্র্যান্ডন লেব্ল্যেন বলেন, ‘আমরা রিকল সুবিধা নিরাপদ করতে প্রতিশ্রুতিবদ্ধ। গুরুত্বপূর্ণ হালনাগাদগুলো নিশ্চিত করতেই সুবিধাটি চালুর আগে আমরা অতিরিক্ত সময় নিচ্ছি।’
প্রথমে রিকল সুবিধাটি ডিফল্ট হিসেবে চালু করার পরিকল্পনা থাকলেও নিরাপত্তা উদ্বেগ প্রকাশের পর এ সিদ্ধান্ত থেকে সরে আসে মাইক্রোসফট। বেশ কিছু পরিবর্তন আনার পর মাইক্রোসফট জানিয়েছে, রিকল সুবিধা চালু করতে ব্যবহারকারীদের পরিচয় যাচাই করতে হবে। মুখাবয়ব, আঙুলের ছাপ ও পিন দিয়ে পরিচয় যাচাইয়ের পরই কেবল সুবিধাটি চালু করা যাবে। ফলে অন্য কেউ চাইলেও সুবিধাটি আরেকজনের কম্পিউটারে ব্যবহার করতে পারবেন না।
মাইক্রোসফটের তথ্যমতে, রিকল সুবিধা স্বয়ংক্রিয়ভাবে যেসব স্ক্রিনশট নেবে সেগুলো সুরক্ষিত রাখা হবে। শুধু তা–ই নয়, সেটআপে গিয়ে ব্যবহারকারীরা সুবিধাটি চালু বা বন্ধ করেও রাখতে পারবেন। ফলে ব্যবহারকারীরা স্বাধীনভাবে সুবিধাটি কাজে লাগাতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।