পাঁচশ গোলের মাইলফলক ছুলেন রোনালদো
স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর সময়টা মোটেই ভালো যাচ্ছিল না বছরখানেক ধরে। ইউরোপীয় ক্লাবগুলো থেকে এ সময়ে নিরাশ হয়েছেন তিনি। কাতার বিশ্বকাপেও খুব একটা জ্বলে উঠতে পারেননি ফুটবলের এই অন্যতম মহাতারকাদের একজন। এরপর সৌদি লিগ খেলতে আল নাসর ক্লাবে রেকর্ড পারিশ্রমিকে যোগ দেন তিনি।
দলে নিজের চতূর্থ ম্যাচে শুধু জ্বলে উঠেননি, দলকে পৌঁছে দিয়েছেন লিগের শীর্ষ অবস্থানে। এই ম্যাচে হওয়া চারটি গোলের সবকটিই করেছেন তিনি একাই। শুধু তাই নয়, ফুটবলের এই তারকা লিগ পর্যায়ে পাঁচশ গোলের মাইলফলকে চুমুও খেয়েছেন।
স্পোর্টিং সিপির হয়ে পর্তুগালের শীর্ষ লিগে করেছিলেন তিন গোল। রিয়াল মাদ্রিদের হয়ে কাটিয়েছেন জীবনের সেরা সময়। দলটির হয়ে লা লিগায় করেছেন ৩১১ গোল।
এরপর দুই দফায় ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে করেছেন ১০৩ গোল। জুভেন্টাসের হয়ে সিরি আ তে ৮১ গোল।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) মক্কায় আল ওয়াহেদার বিপক্ষে মাঠে নামার আগে তার গোল সংখ্যা ছিল ৪৯৯। খেলার ২১ মিনিটে গোল করে পাঁচশ গোলের কোটা পূরণ করেন পর্তুগীজ এই তারকা। এরপর আল নাসরের হয়ে আরও তিনটি গোল করেছেন রোনালদো। এর মধ্য দিয়ে ক্লাব ফুটবল লিগে গোল সংখ্যা ৫০৩টি হয়ে বিশ্ব ফুটবলে অমরত্ব অর্জনের পথে আরও একধাপ এগিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে এমএক্স প্লেয়ারের এই ওয়েব সিরিজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।