রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছে বহু শিশু, যা স্বাধীনতা-পরবর্তী ইতিহাসে অন্যতম মর্মান্তিক বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এই হৃদয়বিদারক ঘটনায় সারাদেশে নেমে এসেছে শোকের ছায়া। শিশুদের এমন করুণ মৃত্যুতে সারা দেশের মানুষ মর্মাহত, বিষণ্ন। ঘটনার ভয়াবহতা এতটাই গভীর যে, অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তাদেরই একজন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি।
সোমবার (২১ জুলাই) দুপুরে দুর্ঘটনার খবর ও শিশুবাচ্চাদের পোড়া দেহের ছবি-ভিডিও দেখে প্রচণ্ডভাবে প্যানিক অ্যাটাকের শিকার হন তিনি।
পরিবারের সদস্যরা রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে ফেসবুক স্ট্যাটাসে নিজের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন পরীমণি নিজেই।
তিনি লেখেন, “আমার ছোটবেলা থেকেই আগুন নিয়ে এক ধরনের ট্রমা রয়েছে। তবে সেটা যে এখনও এত ভয়ঙ্করভাবে রয়ে গেছে, তা বুঝতে পারিনি। গতকালের দুর্ঘটনায় ছোট ছোট শিশুদের পোড়া দেহের ছবি ও ভিডিও দেখে প্রচণ্ড মানসিক ধাক্কা খাই।
বুকের ভেতর শুধু কাঁপছিল, কিছুতেই নিজেকে সামলাতে পারছিলাম না। শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আহা! এই শোক, এই কান্না, সেই মায়েরা কীভাবে সহ্য করছেন আল্লাহ!”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।