‘মাওলানা আব্দুর রহমান আজাদ, আপনাকে স্যালুট’

বিনোদন ডেস্ক : রাজধানীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীদের জন্য দেশে প্রথমবারের মতো চালু হয়েছে একটি মাদরাসা। এটির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি আবদুর রহমান আজাদ। দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এমন একটি উদ্যোগ নেয়ায় মাওলানা আব্দুর রহমান আজাদের ভূয়সী প্রশংসা করেছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ‘মাওলানা আব্দুর রহমান আজাদ, আপনাকে স্যালুট’ এমনটাই লিখেছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে।

ফারুকী ফেসবুকে লিখেছেন, আসুন আমরা মাওলানা আব্দুর রহমান আজাদের কথা বলি, তাঁর মানবিক বোধের কথা বলি! সামাজিক ট্যাবুর বাইরে গিয়া ট্রান্স জেন্ডারদের জন্য ধর্মীয় শিক্ষার জায়গা তৈরী করা মোটামুটি একটা বিপ্লবই বটে!

আপনি যদি এইটা মাথায় রাখেন যে, আমরা সেই সমাজের কথা বলছি, যেখানে আমরা এরকম কথাও শুনেছি- কেউ যদি সকালে বের হয়েই হিজড়া দেখে তাহলে তার সারা দিন কুফা যাবে! মাওলানা আব্দুর রহমান আজাদ, আপনাকে স্যালুট!