জুমবাংলা ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় মাকে হত্যার অভিযোগে মেয়ের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে নিহতের ছেলে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে নিহত ফিরোজা নাসরিনের ছেলে রিয়াজ উদ্দিন বাদী হয়ে বোন তামান্না জেবীন রুমানাকে (২৮) একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।
উল্লেখ্য, গতকাল বুধবার পিরোজপুরের মঠবাড়িয়ায় ফিরোজা নাসরিন (৫৬) নামের এক বৃদ্ধা মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার ভারসাম্যহীন মেয়ে। বুধবার সকাল ১০টার দিকে মঠবাড়িয়া পৌর শহরের উত্তর কলেজপাড়া এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে।
রুমানা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে তামান্না জেবীন রুমানাকে পুলিশ আটক করেছে। নিহত বৃদ্ধা ফিরোজা নাসরিন মঠবাড়িয়া পৌর শহরের কলেজ পাড়ার সাবেক অগ্রণী ব্যাংক ব্যবস্থাপক মৃত হেমায়েত উদ্দিন হাওলাদারের স্ত্রী।
নিহত বৃদ্ধার ছেলে জানান, তিনি বোনের জন্য ওষুধ নিয়ে সাড়ে দশটার দিকে বাসায় এসে কারও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডেকে দরজা ভেঙে ভেতরে ঢুকে বোনকে বিছানায় নিস্তেজ পড়ে থাকতে দেখে এবং রান্না ঘরে বৃদ্ধা মায়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। পরে মঠবাড়িয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়। সূত্র : সময় নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।