বিনোদন ডেস্ক : স্টেশনে ট্রেনে গান গেয়ে ফেরার দিন অনেকটা পিছনে ফেলে রেখে এসেছেন রাণু মণ্ডল৷ এখন তিনি সেলিব্রেটি সিঙ্গার ৷ ভারতের রানাঘাটের রাণু এখন মুম্বাই মাতাচ্ছেন ৷ তবে এর মধ্যেই রাণুর মেয়ের দিকে রয়েছে অনেক অভিযোগের তির ৷
রাণু মণ্ডলের মেয়ে কেন মাকে দেখেননি তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয়েছিলেন এলিজাবেথ স্বাতী রায় ৷ তিনি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার কেন তাঁকে কোনও কিছু না জেনেশুনে ট্রোল করা হচ্ছে ৷
Advertisement
মাকে হঠাৎই একদিন বাসস্ট্যান্ডে বসে থাকতে দেখেছিলেন রাণু-র মেয়ে ৷ সেটা ছিল ধর্মতলা বাসস্ট্যান্ড ৷ দীর্ঘদিন মায়ের সঙ্গে যোগ না থাকায় তিনি জানতেও পারেননি মা রেল স্টেশনে গান গাইতেন ৷
রাণু মণ্ডলের মেয়ে বলেছেন ওখান মাকে দেখার পর ২০০ টাকা হাতে দিয়ে বলেছিলেন বাড়ি চলে যেতে ৷ তিনি মা-কে নিয়মিত ৫০০ টাকা করে পাঠাতেন ৷
সূত্র : নিউজ১৮
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।