জুমবাংলা ডেস্ক : কুষ্টিয়ার ভেড়ামারায় মাকে বাড়ি থেকে বের করে দেওয়ায় মজনু (৬০) নামে একজনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের লালুর মোড় এলাকায় এ ঘটে।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ জানিয়েছেন, চাঁদগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের লালুর মোড় এলাকার বাসিন্দা মজনুর মা শনিবার বিকাল বেলা মেয়ের বাড়ি থেকে ছেলের বাসায় আসেন। এ সময় মজনু বয়স্ক মাকে বাড়ি থেকে বের করে দিয়ে জায়গা দিতে অস্বীকার করে। স্থানীয় ব্যক্তিবর্গ বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হন। পরে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় ইউপি সদস্যকে পাঠালেও মজনু তার মাকে বাড়িতে রাখতে অস্বীকার করে।
এরপর রাত সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী অফিসার এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে রাতেই তাকে কারাগারে পাঠানো হয়। আর মাকে তার মেয়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এদিকে ছেলে কারাগারে থাকবে, এমনটা মেনে নিতে পারেননি মা। তাই আজ রোববার সকালে ওই ছেলেকে ফেরাতে মা থানায় যান। ততক্ষণে ছেলেকে কুষ্টিয়া কারাগারে পাঠিয়েছে পুলিশ। পরে ইউএনওর কাছে ছুটে যান। ছেলে ভুল করেছেন জানিয়ে তাকে ফেরত নিতে চান।
এ বিষয়ে ইউএনও বলেন, মা চাইছেন না ছেলে কারাগারে যাক। কিন্তু কিছু করার নেই। দণ্ড হয়ে গেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে আপিল করলে জামিন পেতে পারেন মজনু। এ ছাড়া কিছু করার নেই। তা ছাড়া কোনো সন্তান এভাবে মাকে বাড়ি থেকে বের করে দিক, এটা কোনোভাবেই কাম্য নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।