Advertisement
মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে ভ্যান ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর প্রাণহানি হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলার বালিদিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই নারী একই এলাকার মফিজ শিকদারের স্ত্রী।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানান, বালিদিয়া এলাকায় আজ সকালে ভ্যান ও নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই গৃহবধূ গুরুতর আহত হলে প্রথমে তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে ফরিদপুর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।