Advertisement
জুমবাংলা ডেস্ক : মাগুরায় নতুন করে ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাসসহ ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮২ জন। পৌরসভার পিটিআই পাড়া, খান পাড়া ও একতাকাচাবাজার এলাকাকে রেডজোন ঘোষণা করে লকডাউন করা হয়েছে।
মাগুরার সিভিল সার্জন ডাঃ প্রদীপ কুমার সাহা বুধবার জানান, গত ২৪ ঘণ্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে মাগুরার ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৮২। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৪০ জন। হোম আইসোলেশনে আছে ৪২ জন। আক্রান্তদের বাড়িসহ আশপাশের বাড়ি স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। তাদেরকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এ পর্যন্ত মাগুরা জেলায় করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।