জুমবাংলা ডেস্ক: মাগুরা জেলায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামীকাল রোববার ভ্যাকসিন দেয়া শুরু হবে। জেলার সদর হাসপাতলে ৮ টি বুথ ও বাকি ৩ উপজেলায় ৩ টি করে মোট ১৭ টি বুথে একযোগে এ ভ্যাকসিন দেয়া হবে। এ জন্য মোট ২২ জন জোষ্ঠ্য সেবিকাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার চার উপজেলায় ভ্যাকসিন দেয়ার লক্ষ্যে এখন পর্যন্ত ৩ হাজার ৩৬৩ জন্য তালিকা পাওয়া গেছে। এর মধ্যে স্বাস্থ্য বিভাগের ৭৪৫ জন, সরকারি প্রতিষ্ঠান ১ হাজার ৮৬৩ জন, বেসরকারি প্রতিষ্ঠানের ৭৫৫ জন। নিবন্ধনের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যকর্মীসহ সম্মুখসারির করোনা যোদ্ধাদের প্রথম পর্যায়ে ভ্যাকসিন দেয়া হবে। বাকিদের দেয়া হবে পর্যায়ক্রমে ।
মাগুরা সিভিল সাজর্ন ডাক্তার শহিদুলাহ দেওয়ান বলেন, সারা দেশের সাথে মাগুরাতে করোনার ভ্যাকসিন দেয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেয়া হবে। এরপর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে তালিকা প্রণয়ন করা হয়েছে তার ভিত্তিতে পর্যায়ক্রমে ভ্যাকসিন দেয়া হবে।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি মাগুরায় ২৪ হাজার করোনা ভ্যাকসিন এসেছে। ভ্যাকসিনগুলো নির্দিষ্ট তাপমাত্রায় সিভিল সাজর্ন কার্যালয়ের ইপিআই সেন্টারে রাখা হয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।