Advertisement
জুমবাংলা ডেস্ক : মাগুরায় ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. সুশান্ত বিশ্বাস, একজন নার্স এবং আল আরাফাহ ব্যাংকের ব্যবস্থাপক শরিফুল ইসলামসহ আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে ৮ জন মাগুরা পৌরসভা এবং বাকি দুইজন শ্রীপুর এবং শালিখা উপজেলার।
মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, বুধবার পর্যন্ত মাগুরায় মোট ৮২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে মাগুরা পৌর এলাকায় ৩৯ জন, সদর উপজেলায় ১৩ জন, শ্রীপুর উপজেলায় ১২ জন, শালিখা উপজেলা ৮ জন এবং মহম্মদপুর উপজেলায় ১০ জন।
আক্রান্তদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা গেছেন। ৪০ জন সুস্থ হয়ে উঠেছেন। বাকিদের মধ্যে ৪০ জন হোম আইসোলেশন এবং ২ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন। তাদের শারীরিক অবস্থা ভালো বলেও তিনি জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।