Advertisement
জুমবাংলা ডেস্ক: মাগুরার শ্রীপুর উপজেলার গোয়ালদাহ গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক শাওন বিশ্বাস (২০) নিহত হয়েছেন। আহত হয়েছেন মিলন মোল্লা (২২) নামে তার সহযাত্রী। খবর ইউএনবি’র।
নিহত শাওন বিশ্বাস শ্রীপুর উপজেলার চনদ্রপাড়া গ্রামের ইবাদৎ বিশ্বাসের ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, শুক্রবার রাতে ওই দুই যুবক মোটরসাইকেলে করে সাচিলাপুর বাজার থেকে দারিয়াপুর গ্রামে যাওয়ার পথে হঠাৎ চালক শাওন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে শাওন ঘটনাস্থলে নিহত এবং তার সহযাত্রী মিলন গুরুতর আহত হন।
আহত মিলনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হযেছে।
এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।