জুমবাংলা ডেস্ক: মাগুরা ঝিনাইদহ সড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের শহরের তাজ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর ইউএনবি’র।
নিহতরা হলেন- সদর উপজেলার চুটলিয়া গ্রামের হাসানুজ্জামান ও রাশেদুল ইসলাম। মোটরসাইকেলের দুই আরোহী চাচা-ভাতিজা বলে মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, রাতে মোটরসাইকেল যোগে হাটগোপালপুর থেকে ঝিনাইদহ শহরে যাচ্ছিল সদর উপজেলার চুটলিয়া গ্রামের হাসানুজ্জামান ও রাশেদুল ইসলাম। পথে তাজ ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হাসানুজ্জামানের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রাশেদুলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।