জুমবাংলা ডেস্ক : মাঘের শীতে কাঁপছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। উত্তরের হিমেল বাতাসের সঙ্গে আকাশে মেঘ থাকায় বেড়েছে কুয়াশা। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে এ জনপদের জনজীবন।
এদিকে বেলা বাড়লেও সূর্যের দেখা নেই।
লোকজন কনকনে ঠাণ্ডায় বাইরে বের হতে পারছেন না। ঘন কুয়াশায় সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন জানিয়েছেন, শনিবার সকাল ৬টায় ১২ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হলেও সকাল ৯টায় তা কমে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
রাস্তায় বালু নিয়ে খেলছিল চার বছরের শিশু, ডোবায় ফেলে দিলেন শিক্ষক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।