Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home মাছের আঁশ রপ্তানি হচ্ছে বিদেশে, ফেলে দেয়া পণ্যই ডলার আনছে দেশে
Bangladesh breaking news অর্থনীতি-ব্যবসা খুলনা বিভাগীয় সংবাদ

মাছের আঁশ রপ্তানি হচ্ছে বিদেশে, ফেলে দেয়া পণ্যই ডলার আনছে দেশে

Tarek HasanSeptember 21, 20243 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : খুলনায় কিছুদিন আগেও মাছ কাটার পর ফেলে দেয়া হতো মাছের আঁশ। এখন সেই আঁশ রোদে শুকিয়ে রপ্তানি করা হচ্ছে চীন, হংকং ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশে। এ থেকে বাড়তি আয় করছেন বিভিন্ন বাজারে মাছ কাটার সঙ্গে যুক্ত লোকজন।

মাছের আঁশ রপ্তানি

একসময় বাতিল বা ফেলে দেয়ার জিনিস হিসাবে বিবেচনা করা হতো মাছের আঁইশ, এই পণ্যই এখন বৈদেশিক মুদ্রা আনতে শুরু করেছে বাংলাদেশে।

নগরীর নতুন বাজারে গিয়ে দেখা যায়, সাত থেকে আটজন মাছ কাটছেন। মাছের আঁশগুলো তাদের বসার স্থানের পাশে রেখে দিচ্ছেন। মাছ কাটার সঙ্গে যুক্ত আলী হোসেন নামের একজন জানান, আগে তারা মাছের আঁশ ফেলে দিতেন। তবে গত প্রায় ২ বছর ধরে মাছ কাটার পর আঁশগুলো রেখে দেন। এরপর ভালো করে পানিতে ধুয়ে ২ দিন রোদে শুকিয়ে সংরক্ষণ করেন তারা। ঢাকা থেকে আসা ব্যবসায়ী ও তাদের প্রতিনিধিরা আঁশ কিনে নিয়ে যায়। তারা প্রতি কেজি আঁশ বিক্রি করেন ৭০ থেকে ৮০ টাকায়। এরপর ঢাকার ১৫ থেকে ২০ জন ব্যবসায়ী সেগুলো বিদেশে রপ্তানি করেন।

মাছ কাটার সঙ্গে যুক্ত রাকিব শেখ জানান, প্রতিদিন তারা সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন ধরণের মাছ কাটেন। এর মধ্যে বড় মাছগুলোর আঁশ একটু বেশি যত্ম করে ছাড়িয়ে সংরক্ষণ করেন। মাসে দুই থেকে তিন মণ আঁশ সংগ্রহ হয়। তা বিক্রি করে গড়ে প্রতি মাসে ৭ থেকে ১০ হাজার টাকার মতো আয় হয়।

তিনি আরও বলেন, আঁশ কীভাবে ছাড়ালে ভালো হয় সে সম্পর্কে তাদের ধারণা নেই। এ বিষয়ে মৎস্য বিভাগ প্রশিক্ষণ দিলে তারা উপকৃত হতেন।

নগরীর ময়লাপোতা মোড়ের সন্ধ্যা বাজার, বড় বাজার, মিস্ত্রিপাড়া বাজার, জোড়াকল বাজার, নিউমার্কেট কাঁচা বাজারসহ আরও কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি বাজারেই কিছু লোক মাছ কেটে দেন। আগে তারা মাছের আঁশ ফেলে দিলেও এখন তা সংরক্ষণ ও পরে বিক্রি করে বাড়তি আয় করছেন।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, খুলনার ২ শতাধিক বাজারে মাছ কাটার সঙ্গে যুক্ত রয়েছেন সহস্রাধিক মানুষ। তবে এর মধ্যে মাছের আঁশ বিক্রি করেন ২ শতাধিক লোক।

এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, গত বছর খুলনাসহ সারাদেশ থেকে প্রায় দেড়শ’ কোটি টাকার মাছের আঁশ রপ্তানি হয়েছিল। তবে রপ্তানিকারকরা সবাই ঢাকার। সে কারণে শুধুমাত্র খুলনা থেকে কী পরিমাণ বা কত টাকার মাছের আঁশ রপ্তানি হয়েছিল সেই তথ্য আলাদা নেই।

মৎস্য কর্মকর্তা বলেন, খুলনায় বাজারে যে মাছ বিক্রি হয় তার মাত্র ২০ শতাংশের মতো বাজারে কাটা হয়। বাকি মাছ বাড়ি ও হোটেল-রেস্তোরায় কাটার সময় আঁশ ফেলে দেয়া হয়। কোনো কোনো বাজারে কেউই মাছের আঁশ সংরক্ষণ করেন না।

তিনি বলেন, সব বাজারে মাছ কাটার সঙ্গে যুক্ত লোকজন আঁশ সংরক্ষণ করলে রপ্তানি আয় দ্বিগুন করা সম্ভব। কীভাবে মাছের আঁশ ছাড়াতে হয় এবং যাতে আঁশ নষ্ট না হয় সে ব্যাপারে প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা রয়েছে। মাছের আঁশ সংরক্ষণ করে বিক্রির ব্যাপারে সচেতনতা কার্যক্রম চলছে।

ন্যায় প্রতিষ্ঠার জন্য নির্দিষ্ট অপরাধের শাস্তি পেতে হবে : জামায়াত আমির

বিশেষজ্ঞরা জানান, মাছের আঁশের বিশ্বব্যাপী নানাবিধ ব্যবহার রয়েছে। মাছের আঁশে থাকে কোলাজেন যা খাদ্য, ওষুধ, ফুড সাপ্লিমেন্ট ও কসমেটিকস শিল্পে ব্যবহার হয়। কোলাজেন নামক একটি পণ্য বিক্রি হয় ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে। চীন ও জাপানে এ আঁশ ব্যবহার করে বায়ো পাইজোইলেকট্রিক ন্যানো জেনারেটর তৈরি করা হয়, যেগুলো দ্বারা রিচার্জেবল ব্যাটারিতে চার্জ দেয়া যায়। ঘরোয়া বিদ্যুৎ উৎপাদনেও এটি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া মাছের আঁশ ব্যাটারি তৈরি, বৈদ্যুতিক পণ্য, কৃত্রিম কর্নিয়া, মাছ ও পোলট্রি খাদ্য হিসেবে ব্যবহার হয়।
সূত্র :চ্যানেল 24

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
bangladesh, breaking news অর্থনীতি-ব্যবসা আনছে আঁশ খুলনা ডলার দেয়া, দেশে পণ্যই ফেলে বিদেশে বিভাগীয় মাছের মাছের আঁশ রপ্তানি রপ্তানি সংবাদ হচ্ছে
Related Posts
হাদী

ব্রাহ্মণবাড়িয়ায় হাদীর মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, গ্রেপ্তার যুবক

December 19, 2025
Simanto

সিলেট সীমান্তে বাংলাদেশি দুই তরুণকে গুলি করে হত্যা

December 19, 2025
taka

যেখানে বিনিয়োগে টাকাও নিরাপদ থাকে, মুনাফাও পাওয়া যাচ্ছে ব্যাংকের চেয়ে বেশি

December 19, 2025
Latest News
হাদী

ব্রাহ্মণবাড়িয়ায় হাদীর মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, গ্রেপ্তার যুবক

Simanto

সিলেট সীমান্তে বাংলাদেশি দুই তরুণকে গুলি করে হত্যা

taka

যেখানে বিনিয়োগে টাকাও নিরাপদ থাকে, মুনাফাও পাওয়া যাচ্ছে ব্যাংকের চেয়ে বেশি

মাহদী আমিন

হাদিকে হত্যার উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা: মাহদী আমিন

মার্কিন দূতাবাস

হাদির মৃত্যুতে শোক জানাল মার্কিন দূতাবাস

ওসমান হাদির

ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় মানিকগঞ্জে বিশেষ দোয়া

হাদির মৃত্যুতে বেরোবি উপাচার্যের গভীর শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে বেরোবি উপাচার্যের গভীর শোক প্রকাশ

হাদির জানাজা

কখন কোথায় হবে হাদির জানাজা, জানা গেল

তীব্র শীত

তীব্র শীতে কাঁপছে পঞ্চগড়ের তেঁতুলিয়া, টানা ৯ দিন ৯ ডিগ্রির ঘরে তাপমাত্রা

ছাত্র-জনতা

শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.