ZTE এর Axon লাইন-আপের স্মার্টফোন বেশ প্রিমিয়াম লেভেলের হয়ে থাকে। সম্প্রতি কোম্পানিটি Axon 30S স্মার্টফোন মার্কেটে রিলিজ করেছে। এর আগে Axon 40 সিরিজের আরো একটি স্মার্টফোন বাজারে লঞ্চ করা হয়েছিল।
নতুন রিলিজ পাওয়া এ মোবাইলের দুইটি ভেরিয়েন্ট রয়েছে। প্রথম ভেরিয়েন্টের স্মার্টফোনে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ ইনস্টল করা রয়েছে। দ্বিতীয় ভেরিয়েন্টের স্মার্টফোনে ১২ জিবি রেম ও ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ ইনস্টল করা রয়েছে।
তবে সিরিজের আগের স্মার্টফোন থেকে এখানে তেমন কোন উন্নতি ঘটানো হয়নি। গত বছর Axon 30 স্মার্টফোন বাজারে এসেছিল। ওই স্মার্টফোন থেকে এখানে খুব সামান্য আপডেট এসেছে।
এ স্মার্টফোনে সফটওয়্যার এর ক্ষেত্রে কিছু আপডেট এসেছে। পাশাপাশি ক্যামেরায় অতিরিক্ত ফাংশন যোগ করা হয়েছে। আগ্রহী ক্রেতাদের জন সবথেকে ভালো সুখবর হচ্ছে নতুন ডিভাইসটির দাম কমানো হয়েছে।
ZTE এর এ মোবাইলে ৬. ৯ ইঞ্চি এর ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। ডিভাইসে AMOLED প্যানেলের স্ক্রিন ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের রেজুলেশন হচ্ছে ২৪৬০*১০৮০ পিক্সেল।
হ্যান্ডসেটটিতে ১২০ হার্জ রিফ্রেশ-রেটের ফিচার দেওয়া থাকবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে। ক্যামেরা সেকশনের দিকে তাকালে দেখা যায় যে স্মার্টফোনের পেছনে চারটি ক্যামেরা লেন্স দেখতে পাওয়া যায়।
ZTE এর এ ডিভাইসে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া আছে। পাশাপাশি ৮ মেগাপিক্সেল এর সেন্সর এবং ৫ মেগাপিক্সেল ক্যামেরার ম্যাক্রো লেন্স রয়েছে। স্মার্টফোনটিতে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
আরেকটি গুরুত্বপূর্ণ ফিউচার হচ্ছে ফ্রন্ট ক্যামেরাটি ডিসপ্লের নিচে নিহিত রয়েছে। এই স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের ফিচারও রয়েছে।
অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম তারা স্মার্টফোনটি চালিত হবে। ৪২০০ মেগাহার্জের ব্যাটারি স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। সাথে থাকবে ৫৫ ওয়াটা এর ফাস্ট চার্জিং ফিচার।
ZTE Axon 30S স্মার্টফোনটির প্রাইস ১৯ হাজার রুপি ও ২৪ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।