ইনফিনিক্সের গেম চেঞ্জার হ্যান্ডসেট হতে যাচ্ছে Zero Ultra 5G স্মার্টফোন। প্রযুক্তিপ্রেমীরা প্রত্যাশা অনুয়ায়ী স্মার্টফোনটির সাথে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকছে। ইনফিনিক্স কম দামে আকর্ষণীয় স্মার্টফোন দেওয়ায় বাজারে এর চাহিদা থাকবে ব্যাপক।
এই স্মার্টফোনটির একটি দুর্দান্ত ফিচার হচ্ছে ১৮০ ওয়াট ফার্স্ট চার্জিং অপশন। কেননা খুব কম স্মার্টফোনই এত দ্রুত তার ব্যাটারিকে চার্জ করতে পারে। ৬.৮ ইঞ্চির এমোলেড প্যানেলের ডিসপ্লে থাকবে। রেজুলেশন ২৪০০*১৮০০ পিক্সেল। Mali- G68 MC4 গ্রাফিক্স কার্ড ইন্সটল করা থাকবে।
৪৫০০ মেগাহার্জের ব্যাটারি স্মার্টফোনকে পাওয়ার প্রদন করবে। পাশাপাশি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে যাচ্ছে। প্রাইমারি ক্যামেরা ২০০ মেগাপিক্সেল হলেও সাথে ১৩ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স থাকবে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর দ্বারা চালিত হবে।
এই হ্যান্ডসেটটি ৮ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ অফার করবে। Infinix Zero Ultra কোম্পানির ১৮০ ওয়াট থান্ডার চার্জ প্রযুক্তি সাপোর্ট সহ আসবে। এই নতুন চার্জিং প্রযুক্তিটি মাত্র ৪ মিনিটে ৪,৫০০ এমএএইচ ব্যাটারির ৫০ শতাংশ চার্জ পূর্ণ করবে বলে দাবি করা হয়েছে। স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হতে যাচ্ছে এন্ড্রয়েড ১২ ভার্সন।
১৮০ ওয়াট থান্ডার চার্জ প্রযুক্তিতে আবার ফিউরিয়াস মোড এবং স্ট্যান্ডার্ড মোড-এই দুই ভিন্ন চার্জিং মোড রয়েছে। ব্যবহারকারীরা ১৮০ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং প্রদানকারী ফিউরিয়াস মোডটি একটি বাটনের ক্লিকেই সক্রিয় করতে পারবেন। ১৮০ ওয়াট মোডটি ব্যাটারিকে ৮সি হারে চার্জ করে, যাতে ব্যাটারি অতিরিক্ত গরম হওয়ার সম্ভাবনা কম তৈরি হয়।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ইনফিনিক্স তাদের প্রথম ৫জি স্মার্টফোন হিসেবে Infinix Zero 5G স্ট্যান্ডার্ড মডেলটি ভারতে লঞ্চ করে, যার ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয় ১৯,৯৯৯ টাকা। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০x২,৪৬০ পিক্সেল) আইপিএস এলটিপিএস ডিসপ্লে রয়েছে।
ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৮জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যায়৷ ফটোগ্রাফির জন্য, Infinix Zero 5G ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দ্বারা পরিচালিত ট্রিপল রিয়ার ক্যামেরা সহ এসেছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
ভারতে ইনফিনিক্স জিরো আল্ট্রা-এর দাম হবে ৩০ হাজার রুপি ও ৩৮ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।