ওয়ানপ্লাসের একটি বিশেষ স্মার্টফোন শীঘ্রই বাজারে আসার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এখন এটি সত্যে পরিণত হতে যাচ্ছে। OnePlus 10R Prime Blue Edition স্মার্টফোনটি সেপ্টেম্বরের ২২ তারিখে ভারতের মার্কেটে লঞ্চ করা হচ্ছে।
ওয়ানপ্লাস ভারতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে ওয়ানপ্লাসের হ্যান্ডসেটটি সবার সামনে উন্মোচন করা হবে।
এই স্মার্টফোনের সবথেকে উল্লেখযোগ্য ফিচার হচ্ছে ১২জিবি র্যাম থাকবে এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ থাকবে।
স্মার্টফোনটি ৪৫০০ মেগাহার্জের ব্যাটারি দ্বারা পরিচালিত হবে। পাশাপাশি ১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকবে। ওয়ান প্লাস একে SUPERVOOC charging support বলে নাম দিয়েছে।
ওয়ান প্লাস এর নতুন ডিভাইসে শূন্য থেকে পূর্ণ চার্জ হতে মাত্র ৩২ মিনিট সময় নেয়। এবার স্মার্টফোনটির ডিজাইন ও কালারে বৈচিত্র্যতা দেখা যাবে। আকর্ষণীয় নীল কালারের ডিজাইনে এটি বাজারে দেখা যাবে।
স্মার্টফোনটির মধ্যে ৬.৭ ইঞ্চি এমোলেড প্যানেলের ডিসপ্লে রয়েছে এবং ১২০ হার্জ রিফ্রেশ-রেটের ফিচার রয়েছে। স্মার্টফোনটি মিডিয়াটেক এর ডাইমেনসিটি ৮১০০ চিপসেট দ্বারা চালিত হবে।
ওয়ান প্লাসের স্মার্টফোনে অক্সিজেন অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকবে। স্মার্টফোনের পেছনে তিনটি ক্যামেরা থাকবে এবং প্রধান ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেল। পাশাপাশি ৮ মেগাপিক্সেল এর আলট্রা-ওয়াইড ক্যামেরা লেন্সও রয়েছে।
১১৯ ডিগ্রি Field of Views ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবালাইজেশনের ফিচার দেওয়া হয়েছে। আমাজন ইন্ডিয়া এর ভাইস প্রেসিডেন্ট জানায় ওয়ান প্লাসের সাথে তাদের বন্ধুত্ব সেলিব্রেশন করবে ভারতের সকল কাস্টমারদের সাথে নিয়ে।
ওয়ান প্লাস ইন্ডিয়া এর প্রধান নির্বাহী কর্মকর্তা জানান যে তারা ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভালো মূল্যে ভারতের কাস্টমারদের প্রদান করতে চান। এতে করে মাঝারি বাজেটের ক্রেতারা উপকৃত হবে এবং আরো অনেক কাস্টমার ওয়ান প্লাস কমিউনিটির সদস্য হবে।
OnePlus 10R Prime Blue Edition স্মার্টফোনটির দাম ভারতে ৩৫ হাজার রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।