আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি প্রশিক্ষণ হেলিকপ্টারে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে হেলিকপ্টারটি একটি ধান ক্ষেতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে।
সোমবার (০৯ সেপ্টেম্বর) পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে তামিলনাড়ু প্রদেশের পোরপান্ডালের কাছে একটি ধান ক্ষেতে জরুরি অবতরণ করেছে।
কর্মকর্তা জানিয়েছেন, হেলিকপ্টারটি চালাচ্ছিলেন দু’জন। সালাভাক্কাম থানার সীমানার পোরপান্ডাল এলাকার কাছে আসলে হঠাৎ তাতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। পরে পাইলট হেলিকপ্টারটি একটি ধানক্ষেতে জরুরি অবতরণ করতে বাধ্য হন।
এ ঘটনার পর হেলিকপ্টারটিকে প্রযুক্তিগত সহায়তা দেয়ার জন্য অপর একটি হেলিকপ্টার পাঠানো হয়। পরে মেরামত শেষে উভয় হেলিকপ্টার ঘাঁটিতে ফিরে আসে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।