আন্তর্জাতিক ডেস্ক : পিচঢালা বড় রাস্তা। দুই লেনের। সদ্য তৈরি করা হয়েছে। কিন্তু এই রাস্তাতে যে বিষয়টি সবচেয়ে নজর কেড়েছে তা হল বিদ্যুতের খুঁটি। রাস্তার মাঝ বরাবর পুঁতে রাখা হয়েছে সেই খুঁটিগুলি। সেই খুঁটিগুলি দিয়ে আবার বিদ্যুৎ সংযোগও চালু করা হয়েছে।
না, এমন দৃশ্য ভারতের কোনও প্রান্তের নয়। এই দৃশ্য উঠে এসেছে পাকিস্তান থেকে। রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় অবাক হয়ে গিয়েছিলেন পাকিস্তানেরই এক নাগরিক। রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি থাকার কারণে দুর্ঘটনার শিকার হতে পারেন গাড়িচালকরা, সেই আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। কয়েকটি অবশ্য রাস্তার ধারে পাঁতা রয়েছে। তবে বেশির ভাগই রাস্তার মাঝ বরাবর পুঁতে দেওয়া হয়েছে।
یہ کھمبے عثمان بوزدار کے دور میں لگے یا چوہدری پرویز اِلٰہی کے؟ pic.twitter.com/zxR52A3CW0
— Shama Junejo (@ShamaJunejo) October 4, 2022
সমাজমাধ্যমে ইঞ্জিনিয়ারিংয়ের এমন নিদর্শন ছড়িয়ে পড়তেই নানা রকম প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। কেউ কেউ বলেছেন, ‘‘যত কাণ্ড পাকিস্তানে!’’ কেউ আবার বলেছেন, ‘‘ইঞ্জিনিয়ারিংয়ের দারুণ এক দৃষ্টান্ত খুঁজে পাওয়া গেল অবশেষে।’’
প্রশাসনের এই ধরনের ‘কাণ্ডজ্ঞানহীন’ কাজে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা এবং গাড়িচালকদের মধ্যে। অনেকেই এই রাস্তার ভিডিয়ো এবং ছবি পাকিস্তান সরকারকে ট্যাগ করে দ্রুত তা ঠিক করার আর্জি জানিয়েছেন। আথার মাসুদ ওয়ানি নামে পাকিস্তানের এক নাগরিক যেমন বলেছেন, “পাকিস্তানের প্রতিটি ক্ষেত্রে যে দায়িত্বজ্ঞানহীনতার উদাহরণ ছড়িয়ে রয়েছে, তার একটা প্রমাণ এই বিদ্যুতের খুঁটি পোতার কাজ।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।