জুমবাংলা ডেস্ক : আকাশে ঘুড়ি ওড়ে। সেই ঘুড়ির সুতো ধরে এ বার উড়তে দেখা গেল মানুষকেও! ভারতের প্রতিবেশী চিনের তাংশান শহরের ঘটনা। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে ভাইরালও হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি গণমাধ্যম।
হাড়হিম করা সেই ভিডিওতে দেখা গিয়েছে, একটি ফাঁকা ময়দানে পেল্লাই ঢাউস ঘুড়ি ওড়াচ্ছিলেন এক যুবক। ঘুড়ি ওড়াতে ওড়াতে দমকা হাওয়ার জোরে ওই যুবকও মাটি থেকে উপরে উঠতে শুরু করেন। মাটি থেকে প্রায় ১০০ ফুট উপরে উঠে ঘুড়ির সুতো ধরে ঝুলতে থাকেন তিনি। যে উচ্চতায় তিনি উঠেছিলেন, সেখান থেকে পড়লে মৃত্যু অবশ্যম্ভাবী। তবে পরে আবার নিজেই মাটিতে নেমে আসেন তিনি। ঠিক যেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি করা চরিত্র টেনিদার ‘ঢাউস’ গল্পের মতো। পরে অবশ্য জানা যায়, ওই যুবক ইচ্ছা করেই ওই কাণ্ড ঘটিয়েছিলেন।
Wild video shows thrill-seeker using kite to soar up to 100 feet in the air https://t.co/9z7CrHsRhL pic.twitter.com/PMMrOJpyAd
— New York Post (@nypost) April 2, 2023
নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ওই যুবকের নাম টাও। তিনি একটি ঘুড়ির দোকানের মালিক। তাঁর দোকানের ঘুড়ি এবং সুতো কতটা মজবুত, তা পরীক্ষা করার জন্যই নাকি তিনি এই কাণ্ড ঘটিয়েছিলেন। ভিডিওটি গত বছর প্রকাশ্যে এলেও সম্প্রতি আবার সেটি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।